ব্যর্থ নেইমার, জয়বঞ্চিত আল হিলাল
- আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। সৌদির ক্লাব আল হিলাল কাড়ি কাড়ি অর্থ খরচ করে তাকে দলে ভেড়ায়, কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশার ছিটেফোঁটাও মেটাতে পারেননি।
আল হিলালের জার্সিতে আগেই নেইমারের অভিষেক হয়েছে। সৌদি প্রো লিগের সেই ম্যাচে ৬-১ গোলের বড় জয় পেয়েছিল তার দল, কিন্তু বদলি হিসেবে নেমে বলার মতো কিছু করতে পারেননি নেইমার।
পিএসজির সাবেক ফরোয়ার্ড এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে। নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১-১ গোলে ড্র করে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না অ্যাসিস্টও। উল্টো দেখেছিলেন হলুদ কার্ড।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। পারফরম্যান্স সেই আগের মতোই। না গোল, না অ্যাসিস্ট। এবার তার দল এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ফিরেছে ১-১ ড্র নিয়ে।
অথচ ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল আল হিলাল। সালেম আল দাওসারির এগিয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি-কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরান রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।
এরপর জয় পেতে মরিয়া চেষ্টা করেছে আল হিলাল। কিন্তু নেইমারের হতাশাজনক পারফরম্যান্স আর গোল মিসের রাতে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি তাদের।