ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বৃষ্টিতে রাজধানীর মিরপুরে মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তির পাশের সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি জানান, রাতে ওই সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্টে আহত হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও আহত হন। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুসহ ৪ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত ৪ জনের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন। সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার তথ্য অনুযায়ী, বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আর মিজানের সাত বছর বয়সী ছেলে হোসাইন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এরা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।

এর আগে সন্ধ্যার পর থেকে ঢাকায় মুষুলধারে বৃষ্টি শুরু হয়। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু সড়কে পানি জমে যায়। ফলে ঘরমুখী মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

ভারী বৃষ্টিতে রাজধানীর মিরপুরে মিরপুরে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তির পাশের সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি জানান, রাতে ওই সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেখান দিয়ে যাওয়ার সময় প্রথমে একই পরিবারের ৪ জন বিদ্যুৎপৃষ্টে আহত হয়। পরে তাদের বাঁচাতে গিয়ে আরেক যুবকও আহত হন। তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুসহ ৪ জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মৃত ৪ জনের মধ্যে তিনজন একই পরিবারের। নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭)। তাদের উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছেন অনিক (২০) নামে আরেকজন। সর্বশেষ বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার তথ্য অনুযায়ী, বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আর মিজানের সাত বছর বয়সী ছেলে হোসাইন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এরা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।

এর আগে সন্ধ্যার পর থেকে ঢাকায় মুষুলধারে বৃষ্টি শুরু হয়। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু সড়কে পানি জমে যায়। ফলে ঘরমুখী মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়।