ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিখ নেতা হত্যায় ফের ভারতের সম্পৃক্ততার কথা বললেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের কানাডার মিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ কলাম্বিয়ায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এর জেরে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারতীয় প্রশাসন। এছাড়া ঘটেছে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা। স্থগিত হয়েছে দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও। গত জুনে কানাডায় গুলি করে নিজ্জারকে হত্যা করা হয়।

এমন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মন্ত্রী, সোমবার যেমনটা বলেছিলাম, একজন কানাডিয়ানকে খুনের ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিষয়ে আমার সরকারের কাছে বিশ্বাসযোগ্য যুক্তি আছে। একটি দেশের আইনের শাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে আলোচনার বিষয়ে ট্রুডো বলেন, মোদির সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা হয়েছে। ওই সময় আমি উদ্বেগের কথা জানিয়েছি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রুডোর অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী শোনার পর তা অস্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

শিখ নেতা হত্যায় ফের ভারতের সম্পৃক্ততার কথা বললেন ট্রুডো

আপডেট সময় : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের সম্পৃক্ততার বিশ্বাসযোগ্য কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের কানাডার মিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ কলাম্বিয়ায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার জেরে ভারত ও কানাডার মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এর জেরে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ভারতীয় প্রশাসন। এছাড়া ঘটেছে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা। স্থগিত হয়েছে দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তিও। গত জুনে কানাডায় গুলি করে নিজ্জারকে হত্যা করা হয়।

এমন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মন্ত্রী, সোমবার যেমনটা বলেছিলাম, একজন কানাডিয়ানকে খুনের ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার বিষয়ে আমার সরকারের কাছে বিশ্বাসযোগ্য যুক্তি আছে। একটি দেশের আইনের শাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমাদের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এ বিষয়ে আলোচনার বিষয়ে ট্রুডো বলেন, মোদির সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা হয়েছে। ওই সময় আমি উদ্বেগের কথা জানিয়েছি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রুডোর অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী শোনার পর তা অস্বীকার করেছেন।