হোয়াইট হাউসে বাইডেন-জেলেনস্কি বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ আরও প্রায় ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। বাইডেন বলেন, কোনো জাতি ও কোনো দখলদার প্রতিবেশীর ভূখণ্ড জোর করে দখল করতে যেন না পারে তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা।
এজন্য ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারে সব ধরনের সহযোগিতার পাশাপাশি দেশটির নিরাপত্তা নিশ্চিতে সামরিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।