সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ সব শান্তিরক্ষীকে লেবানন থেকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিতেও লেবাননে বিনামূল্যে খাবার সরবরাহ করছে ব্যবসায়ীরা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ দেশের ৩০% মানুষ প্রয়োজনের চেয়ে কম খাচ্ছেন রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সাহারা মরুভূমিতে বিরল বন্যা !! সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

চন্দ্রযানের কারিগরেরা বেতন পান না ১৮ মাস

আর্ন্তজাতিক ডেস্ক / ৯১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
চন্দ্রযানের কারিগরেরা বেতন পান না ১৮ মাস
৭১ নিউজ বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২৩ আগস্ট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। মহাকাশে ভারতের মাইলফলক স্পর্শের এক মাস পেরিয়ে গেছে। কিন্তু এই মিশনের সঙ্গে যুক্ত অনেক কর্মীদের গত ১৮ মাসের বেতন এখনো বাকি। এ নিয়ে রাস্তায় বিক্ষোভও করেছেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন বলছে, সরকার মালিকানাধীন হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের কর্মীরা চন্দ্রযান-৩ নামক মহাকাশযানের বিভিন্ন সরঞ্জাম বানানোর সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া তাঁদের বানানো সরঞ্জাম দিয়ে আরও স্যাটেলাইট বানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

এসব কর্মীরা এবার জানিয়েছেন, তাঁরা গত দেড় বছর ধরে বেতন পান না। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের কর্মী ও ওয়ার্কার্স ইউনিয়নের প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী ভবন সিং বলেন, ‘এই বেতন দেওয়ার দাবিতে আমরা অনেক দিন ধরেই রাঁচিতে বিক্ষোভ করে যাচ্ছি।’

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড রাঁচিতে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। প্রতিরক্ষা, রেলপথ, খনি এবং মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরঞ্জাম সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

গত ২০ ও ২১ সেপ্টেম্বর নয়াদিল্লির জন্তর মন্তরে জড়ো হন হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের কর্মীরা। এতে দেখা যায়, ভারতের একটি স্যাটেলাইটের বড় কার্ডবোর্ড আনা হয়েছে প্রতীকী হিসেবে। এ সময় একজন বলেন, ‘আমরা এখানে এসেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে, কর্মীরা জেগে উঠেছে। আমাদের বাচ্চাদের খাওয়ার জন্য দুধ নেই। আমরা তাদের স্কুলের ফি দিতে পারছি না। আমরা বিচার চাই।’

হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড নিয়ে সরকারি নানা জটিলতার কারণে কর্মীদের বেতন আটকে আছে বলে জানা যায়। ২০১৭ সালের পর এই প্রতিষ্ঠানের কোনো এমডিও নেই। এ কারণে এবার ১ হাজার ৬২৩ জন কর্মীদের পক্ষে নরেন্দ্র মোদির কাছে চিঠি দেওয়া হয়েছে।

ভারতের পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হলেও সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। গত বুধবার রাজ্যসভায় ইস্যুটি তোলেন ঝাড়খণ্ডের এমপি মহুয়া মাজি। কিন্তু এটি মিথ্যা বলে দাবি করেন বিজেপির এমপি পীযুষ গোয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্য সংবাদ