Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ভিসানীতিকে তোয়াক্কা করে না আ.লীগ: দেশে ফিরেই ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসা নীতিকে পরোয়ানা করে না তার দল আওয়ামী লীগ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। নির্বাচনে বাধা দিতে পারে বিএনপি, সুতারাং এই মার্কিন ভিসা নীতির তাদের জন্যই উদ্বেগের কারণ হবে।

ওবায়দুল কাদের বলেন, কে নির্বাচনে আসলো না আসলো সেটা আমাদের দেখার বিষয় না। বিএনপি আন্দোলন করে হতাশ, তাই এইসব ভিসানীতি নিয়ে আনন্দে আছে।

তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কাদের বলেন, সারা দুনিয়ায় নির্বাচন যেভাবে হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা নির্বাচন ব্যবস্থা কেন করতে হবে সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল।

ভিসানীতিকে তোয়াক্কা করে না আ.লীগ: দেশে ফিরেই ওবায়দুল কাদের

আপডেট : ০২:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসা নীতিকে পরোয়ানা করে না তার দল আওয়ামী লীগ। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর। নির্বাচনে বাধা দিতে পারে বিএনপি, সুতারাং এই মার্কিন ভিসা নীতির তাদের জন্যই উদ্বেগের কারণ হবে।

ওবায়দুল কাদের বলেন, কে নির্বাচনে আসলো না আসলো সেটা আমাদের দেখার বিষয় না। বিএনপি আন্দোলন করে হতাশ, তাই এইসব ভিসানীতি নিয়ে আনন্দে আছে।

তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কাদের বলেন, সারা দুনিয়ায় নির্বাচন যেভাবে হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা নির্বাচন ব্যবস্থা কেন করতে হবে সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে গত শনিবার (১৬ সেপ্টেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল।