‘মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরা যেন দেশের শাসনভার নিতে না পারে’

- আপডেট সময় : ০৮:৫৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৭৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের যারা বিরোধীতা করেছে তারা যেন এদেশের শাসনভার নিতে না পারে সেজন্যে মুক্তিযোদ্ধাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরাম এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয়। ঐক্যবদ্ধ থেকে তাদের মোকাবেলা করতে হবে।
সেক্টর কমান্ডার্স ফোরাম এর ৬ষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই। অনুষ্ঠানে গণহত্যা নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি।
এসময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, কৃষক শ্রমিক তরুণদের সংগঠিত করা, প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের উপযোগী করে তোলাতে সেক্টর কমান্ডারদের অবদান অনেক।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের মূল চেতনাকে তছনছ করা হয়েছে। মুক্তিযুদ্ধের যারা বিরোধীতা করেছে তারা যেন এই দেশের শাসনভার নিতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে।
একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সম্মিলিতভাবে সোচ্চার হতে হবে বলেও জানান রাষ্ট্রপতি।