রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ্
- আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
এশিয়া কাপে স্কোয়াডে ছিলেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দিয়ে ফের জাতীয় দলে ফেরার সুযোগ তার। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ দিন পর দলে ফিরে চতুর্থ বাংলাদেশি হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রান করার কীর্তি গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে ক্যারিয়ারের ৪ হাজার ৯৫০ রান করেছিলেন রিয়াদ। ওখানেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু এশিয়া কাপে আফিফ-শামীমদের বাজে পারফরম্যান্সের কারণে আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিয়াদ। আজ ৫০ রান করতে পারলেই ওয়ানডেতে তার ৫০০০ রান পূর্ণ হতো। তবে ৪৯ রানে আউট হওয়ায় ৪৯৯৯ রানে আটকে গেলেন এই অভিজ্ঞ ব্যাটার।
এদিকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামার আগে তিন ফরম্যাটে তার রান ছিল ৯ হাজার ৯৮৬। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১৪ রান করতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান হয় তার।
রিয়াদ টেস্টে দেশের হয়ে ২ হাজার ৯১৪ রান করেছেন। টি-২০ ফরম্যাটে ২ হাজার ১২২ রান এসেছে তার ব্যাট থেকে। তার আগে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।