লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি

- আপডেট সময় : ০৪:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রেস ক্লাবের দীর্ঘ ১০ বছর পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের ২৬ সদস্যর যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট নব কমিটির কমিটির আহ্বায়ক হলেন- এটিএন বাংলা ও সমকাল পত্রিকার সাংবাদিক মো. আনোয়ার হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক ইনডিপেডেন্ট পত্রিকার সাংবাদিক আবু হাসনাত রানা, সদস্য সচিব দৈনিক নব চেতনা পত্রিকার সাংবাদিক লিয়াকত আলী।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আই সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে প্রেস ক্লাবের ২৬ জন্যর মধ্যে ২০ জন সদস্যর উপস্থিতিতে তাদের সম্মতিতে ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ ১০ বছর পর কমিটি গঠন হওয়ায় প্রেস ক্লাবের সকল সদস্যদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
অন্যান্য কার্যকারী সদস্যরা হলেন- প্রথম আলোর আব্দুর রব সুজন, চ্যানেল-২৪ স্টাফ রিপোর্টার মিলন পাটোয়ারী, দ্যা ডেইলি স্টার সাংবাদিক এস দিলিপ রায়, ৭১ টেলিভিশনের সাংবাদিক উত্তম রায়।