ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
ইসরায়েল ও ইরানের সংঘাত: বাংলাদেশিদের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে দুতাবাস। ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের + ৯৮৯908577368 ও + ৯৮৯১22065745 নম্বরে (হোয়াটসঅ্যাপ সহ) যোগাযোগ করতে বলেছে দূতাবাস কর্তৃপক্ষ।

সরকারকে ভয় দেখাতে মার্কিন ভিসা নীতি প্রয়োগ: মেনন

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়, তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।

আজ শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে লালপুরের আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি উল্লেখ করে মেনন বলেন, কারও হুকুম জারিতে নয়, এ দেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। এ দেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, শহীদ কমরেড আব্দুস সালাম আখচাষীদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা। তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে লড়াই চালিয়ে যেতে হবে। আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। চাষীদের আখের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান মেনন।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুল, কেন্দ্রীয় নেতা কমরেড পিয়ারুল ইসলাম, কমরেড অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, শহীদ কমরেড আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

সরকারকে ভয় দেখাতে মার্কিন ভিসা নীতি প্রয়োগ: মেনন

আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় মার্কিনিরা ভিসা নীতি প্রয়োগ করেছে। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়, তাদের ইন্দোপ্যাসিফিক নীতি মেনে নেয়, বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে।

আজ শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে লালপুরের আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এ দেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি উল্লেখ করে মেনন বলেন, কারও হুকুম জারিতে নয়, এ দেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছেন। এ দেশের জনগণ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, শহীদ কমরেড আব্দুস সালাম আখচাষীদের প্রাণের নেতা, শ্রমজীবী মানুষের নেতা। তাঁর অসমাপ্ত কাজ শেষ করতে লড়াই চালিয়ে যেতে হবে। আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। চাষীদের আখের বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান মেনন।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুল, কেন্দ্রীয় নেতা কমরেড পিয়ারুল ইসলাম, কমরেড অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, শহীদ কমরেড আব্দুস সালামের ছোট ভাই শ্রমিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।