Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

‘সরকার পতনের হুমকিতে কোন লাভ হবে না’

সরকার পতনে বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগ নেতারা বলেছেন, হুমকি দিয়ে কোন লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ বাধা দিতে আসলে প্রতিহত করা হবে বলেও জানান তারা। রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

বিএনপির জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই ঢাকা মাহনগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশ করে। শনিবার দুপুরের আগ থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আজ (শনিবার) দুপুরের পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় বায়তুল মোকাররম, বঙ্গবন্দু এভিনিউ, জিপিও ও আশপাশের এলাকা।

আওয়ামী লীগ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা সমাবেশে বলেন, বিগত ১৫ বছরে উন্নয়নের ছোঁয়ায় দেশ আজ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন কোনভাবেই বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোটের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। বলেন ভিসা নীতি বা নিষেধাজ্ঞা দিয়ে সরকারের পতন হবে না।

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে ষড়যন্ত্র ভুলে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা।

‘সরকার পতনের হুমকিতে কোন লাভ হবে না’

আপডেট : ০২:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

সরকার পতনে বিএনপির আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগ নেতারা বলেছেন, হুমকি দিয়ে কোন লাভ হবে না। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কেউ বাধা দিতে আসলে প্রতিহত করা হবে বলেও জানান তারা। রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন।

বিএনপির জ্বালাও, পোড়াও ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই ঢাকা মাহনগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগ এই শান্তি সমাবেশ করে। শনিবার দুপুরের আগ থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আজ (শনিবার) দুপুরের পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় বায়তুল মোকাররম, বঙ্গবন্দু এভিনিউ, জিপিও ও আশপাশের এলাকা।

আওয়ামী লীগ ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতারা সমাবেশে বলেন, বিগত ১৫ বছরে উন্নয়নের ছোঁয়ায় দেশ আজ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন কোনভাবেই বাধাগ্রস্ত করতে দেয়া হবে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জোটের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। বলেন ভিসা নীতি বা নিষেধাজ্ঞা দিয়ে সরকারের পতন হবে না।

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে ষড়যন্ত্র ভুলে গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা।