Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হয়ে গেল পরিণীতি-রাঘবের গায়েহলুদ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট : ১০:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭ দেখেছেন

হয়ে গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার গায়েহলুদ। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। এরপর চার হাত এক হবে। ব্যাচেলর থেকে ঘরণীতে পরিণত হবেন পরিণীতি।

তার আগেই ভারতের রাজস্থানের উদয়পুরে শুরু হলো বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার দ্য লীলা প্যালেসে হয়েছে মেহেন্দি অনুষ্ঠান।

ভারতীয় পত্রিকার মতে, শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হলো এদিন। আর আসর জমলো হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করলেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই যদিও ‘লাজুক’! অন্যদিকে মন্দিরে গিয়ে আশীর্বাদও প্রার্থনা করেছেন এই হবু দম্পতি।

জানা যায়, বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে। শনিবার সন্ধ্যায় নব্বই দশকের বলিউড গানে মাতবে আরেক সঙ্গীত আসর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো মরুশহর রাজস্থানেই সাতপাকে ঘুরবেন পরিণীতিও। শোনা যাচ্ছে, দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে। সেই ক্রিকেট ম্যাচের পরেই কীর্তন সম্পন্ন হয়েছে। সমাজমাধ্যমের পাতায় ইতোমধ্যে ভেসে বেড়াচ্ছে সেসব ছবি। তারপর রাঘবের বাড়িতে বসেছে সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার।

হয়ে গেল পরিণীতি-রাঘবের গায়েহলুদ

আপডেট : ১০:১৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

হয়ে গেল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার গায়েহলুদ। আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। এরপর চার হাত এক হবে। ব্যাচেলর থেকে ঘরণীতে পরিণত হবেন পরিণীতি।

তার আগেই ভারতের রাজস্থানের উদয়পুরে শুরু হলো বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে সুফি নাইটের পর শুক্রবার দ্য লীলা প্যালেসে হয়েছে মেহেন্দি অনুষ্ঠান।

ভারতীয় পত্রিকার মতে, শনিবার বেলা সাড়ে ১১টায় ছিল গায়েহলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হলো এদিন। আর আসর জমলো হিট পাঞ্জাবি গানে। সূত্রের খবর, গায়ে হলুদ মেখেই জমিয়ে নাচ করলেন রাঘব-পরিণীতি। চোপড়া পরিবারের হবু জামাই যদিও ‘লাজুক’! অন্যদিকে মন্দিরে গিয়ে আশীর্বাদও প্রার্থনা করেছেন এই হবু দম্পতি।

জানা যায়, বলিউড থেকে মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী, ব্রহ্মকুমারীরা হাজির হয়েছেন উদয়পুরে। শনিবার সন্ধ্যায় নব্বই দশকের বলিউড গানে মাতবে আরেক সঙ্গীত আসর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বড় বোন প্রিয়াঙ্কা চোপড়ার মতো মরুশহর রাজস্থানেই সাতপাকে ঘুরবেন পরিণীতিও। শোনা যাচ্ছে, দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচ হয়েছে চোপড়া ও চাড্ডা পরিবারের মধ্যে। সেই ক্রিকেট ম্যাচের পরেই কীর্তন সম্পন্ন হয়েছে। সমাজমাধ্যমের পাতায় ইতোমধ্যে ভেসে বেড়াচ্ছে সেসব ছবি। তারপর রাঘবের বাড়িতে বসেছে সুফি গানের আসর। সেখানে দেখা মিলেছে প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার।