শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মাত্র দুই মাস আগে নতুন করে চুক্তি করেছিলেন। আকস্মিকভাবেই মারা গেলেন ইংল্যান্ডের ২৭ বছর বয়সী নারী ফুটবলার ম্যাডি কিউসেক। শেফিল্ডের এই ফুটবলারের রহস্যজনক মৃত্যুতে উত্তেজনার সৃষ্টি হয়েছে ক্লাবটির ভক্তদের মধ্যে।
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ডে ২০১৯ সাল থেকেই খেলছেন কিউসেক। ক্লাবটির জার্সিতে ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। খেলোয়াড়ের পাশাপাশি ক্লাবটির মার্কেটিং এক্সিকিউটিভের দায়িত্বও ছিল কিউসেকের কাঁধে।
ইংলিশ এই নারী ফুটবলারের কোনো ইনজুরি কিংবা অসুস্থতাও ছিলো না। হঠাৎ করেই শুক্রবার (২২ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর জানায় ক্লাবটি। যদিও কিভাবে মারা গেছেন তিনি সে ব্যাপারে কিছুই জানায়নি শেফিল্ড।
শেফিল্ড ইউনাইটেডের সিইও স্টিফেন বেটিস বলেন, ‘আমরা শোকাহত। কিউসেক আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ছিল। সকলের সঙ্গে দারুণভাবে মিশে যেতে পারতো। তার ব্যক্তিত্ব এবং পেশাদারিত্বের পেছনে রয়েছে তার পরিবার। আমরা সবাই তার অভাব বোধ করবো। শেফিল্ড ক্লাব তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের পাশে থাকবে।’ সূত্র: বিবিসি