Dhaka ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

জয় পেয়েছে বার্সেলোনা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৪৯:০৮ পূর্বাহ্ন, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭ দেখেছেন

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় পড়েছিল কাতালান ক্লাবটি। সেখান থেকে ৮ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। দুর্দান্ত প্রত্যাবর্তনকে মহাকাব্যিক আখ্যা দিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।

ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘ম্যাচটি আসলে ভালো ছিল না, সাধারণত এই ধরনের খেলাগুলো আমরা হেরেছি। তবে এখন আমরা জয় পেতে শিখে গেছি। এটি মহাকাব্যিক একটি জয়। ঐতিহাসিকভাবে আমাদের এমনকিছুর অভাব ছিল। এটি আমাদের প্রজন্মগত পরিবর্তন দেখিয়েছে। ঘরের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ছেলেরা হাল ছাড়েনি।’

অলিম্পিক লুইস স্টেডিয়ামে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২এ জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, অন্য গোলটি করেছেন পর্তুগিজ তারকা জোয়াও ক্যান্সেলো।

ম্যাচের ১৯ মিনিটে সেল্টাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুদল মিলিয়ে গোল হয়েছে একটি। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেয়ার বদলে উল্টো আরও একটি হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্টাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস।

ম্যাচের ৮১ মিনিট থেকে শুরু হয় রোমাঞ্চ। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভান্ডোভস্কি। চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি ক্যান্সেলো। ৮৯ মিনিটে গ্যাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এ ডিফেন্ডারের লক্ষ্যভেদে ৩-২ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্যাচ শেষে বার্সার ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

জয় পেয়েছে বার্সেলোনা

আপডেট : ০৬:৪৯:০৮ পূর্বাহ্ন, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কায় পড়েছিল কাতালান ক্লাবটি। সেখান থেকে ৮ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। দুর্দান্ত প্রত্যাবর্তনকে মহাকাব্যিক আখ্যা দিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।

ম্যাচ শেষে ৪৩ বর্ষী জাভি বলেছেন, ‘ম্যাচটি আসলে ভালো ছিল না, সাধারণত এই ধরনের খেলাগুলো আমরা হেরেছি। তবে এখন আমরা জয় পেতে শিখে গেছি। এটি মহাকাব্যিক একটি জয়। ঐতিহাসিকভাবে আমাদের এমনকিছুর অভাব ছিল। এটি আমাদের প্রজন্মগত পরিবর্তন দেখিয়েছে। ঘরের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ছেলেরা হাল ছাড়েনি।’

অলিম্পিক লুইস স্টেডিয়ামে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২এ জয় পেয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভান্ডোভস্কি, অন্য গোলটি করেছেন পর্তুগিজ তারকা জোয়াও ক্যান্সেলো।

ম্যাচের ১৯ মিনিটে সেল্টাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুদল মিলিয়ে গোল হয়েছে একটি। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেয়ার বদলে উল্টো আরও একটি হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্টাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড তাসোস ডভিকাস।

ম্যাচের ৮১ মিনিট থেকে শুরু হয় রোমাঞ্চ। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান লেভান্ডোভস্কি। চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন ২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি ক্যান্সেলো। ৮৯ মিনিটে গ্যাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এ ডিফেন্ডারের লক্ষ্যভেদে ৩-২ ব্যবধানে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি। ৬ ম্যাচ শেষে বার্সার ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।