০৬:২৬ অপরাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি বক্সারদের জয়জয়কার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৬:৪৩:১৪ পূর্বাহ্ন, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৬ দেখেছেন

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ -ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‌‌‘‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন” শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়জয়কার বাংলাদেশি বক্সারদের।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিল এর ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা। ফাইট চলাকালে অনুষ্ঠানে যোগ দেন প্রবীন ক্রীড়া সংগঠক এবং আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু।

১০ রাউন্ডের প্রতিযোগিতায় প্রথম চার বাউন্ডে বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউলন ইসলাম জয়ী হয়েছেন।

মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশি সজীব মাহমুদের বিপক্ষে জয় পায়।

নাইকো মামলা: ১২ সেপ্টেম্বরের মধ্যে সব সাক্ষীকে হাজির করার নির্দেশ

বাংলাদেশি বক্সারদের জয়জয়কার

আপডেট : ০৬:৪৩:১৪ পূর্বাহ্ন, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে বাংলাদেশ -ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ‌‌‘‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন” শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়জয়কার বাংলাদেশি বক্সারদের।

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিল এর ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদুত লিও টিটো এল আউসান।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা। ফাইট চলাকালে অনুষ্ঠানে যোগ দেন প্রবীন ক্রীড়া সংগঠক এবং আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু।

১০ রাউন্ডের প্রতিযোগিতায় প্রথম চার বাউন্ডে বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউলন ইসলাম জয়ী হয়েছেন।

মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশি সজীব মাহমুদের বিপক্ষে জয় পায়।