Dhaka ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: লাভরভ

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। আমেরিকা স্থানীয় সময় শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সামরিকীকরণের সমালোচনাও করেন তিনি। কিয়েভের প্রতি সমর্থনের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো, মস্কোর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বলে জানান লাভরভ। এমন অবস্থায় ইউক্রেনের প্রস্তাবিত শান্তি চুক্তি এবং শস্য চুক্তি নবায়নে জাতিসংঘের উদ্যোগ বাস্তব নয় বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ক্রমাগত সংঘাত সৃষ্টি করে মানবতা বিভক্ত করছে। এতে বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় লাভরভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দফায় দফায় সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রের মহড়াও চালিয়েছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এমন মহড়া নজিরবিহীন।

পশ্চিমা বিশ্বকে মিথ্যার সাম্রাজ্য বলেও আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতিসংঘে দেওয়া ভাষণে ভাষণে তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতিনির্ধারকেরা রাশিয়াকে যেকোনো মূল্যে হারানোর মোহে অন্ধ হয়ে গেছে।

রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র: লাভরভ

আপডেট : ০৭:০৩:০৭ পূর্বাহ্ন, রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। আমেরিকা স্থানীয় সময় শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সামরিকীকরণের সমালোচনাও করেন তিনি। কিয়েভের প্রতি সমর্থনের মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো, মস্কোর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বলে জানান লাভরভ। এমন অবস্থায় ইউক্রেনের প্রস্তাবিত শান্তি চুক্তি এবং শস্য চুক্তি নবায়নে জাতিসংঘের উদ্যোগ বাস্তব নয় বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ক্রমাগত সংঘাত সৃষ্টি করে মানবতা বিভক্ত করছে। এতে বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় লাভরভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দফায় দফায় সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রের মহড়াও চালিয়েছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এমন মহড়া নজিরবিহীন।

পশ্চিমা বিশ্বকে মিথ্যার সাম্রাজ্য বলেও আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতিসংঘে দেওয়া ভাষণে ভাষণে তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতিনির্ধারকেরা রাশিয়াকে যেকোনো মূল্যে হারানোর মোহে অন্ধ হয়ে গেছে।