সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন ঢাকার এবং ৯ জন ঢাকার বাইরের। এনিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে ডেঙ্গু বিষয়ক এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮ জন নতুন রোগী। রাজধানীর হাসপাতালে ৮১২ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৭ হাজার ৭২৫ জনে।
একদিনে আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ হাজার ৪৭০ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।
এর আগে গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।
ডেঙ্গু রোগীদের চাপে হিমশিম অবস্থা কিছুটা কেটেছে রাজধানীর হাসপাতালগুলোতে। তবে ডেঙ্গু পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। নগরবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নেই সিটি করপোরেশনের।