ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জার্মানির নতুন কোচ নিয়োগ পেয়েছেন নাগলসম্যান

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্বাগতিক জার্মান ফুটবল দলেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগলসম্যান। বহিষ্কৃত হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছেন নাগলসম্যান।

জাতীয় দলের হতাশাজনক পারফরমেন্সের কারনেই ফ্লিককে ছাঁটাই করা হয়েছে। বড় টুর্নামেন্টে আরো একবার অস্বস্তিকর পারফরেমেন্সের আশঙ্কা করছিল জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি)। সে কারনেই আগামী বছর ঘরের মাঠে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীকে লক্ষ্য করে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

বায়ার্ন মিউনিখের সাবেক বস নাগলসম্যান আগামী বছর জুলাই পর্যন্ত জার্মানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরো ২০২৪’এর পর ইচ্ছা করলে ৩৬ বছর বয়সী নাগলসম্যান জার্মানী ছেড়ে চলে যেতে পারেন।

এ সম্পর্কে নাগলসম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে। এটা অবশ্যই বিশেষ এক মুহূর্ত। এই চ্যালেঞ্জ নেবার জন্য আমি মুখিয়ে ছিলাম।’

নাগলসম্যান আরও জানিয়েছেন তিনি শুধুমাত্র ইউরোর উপর গুরুত্ব দিতে স্বল্প মেয়াদী চুক্তি করেছেন। কিন্তু চুক্তি নবায়নের বিষয়েও নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন এই জার্মান কোচ।

নাগলসম্যানকে একজন অসাধারন কোচ আখ্যা দিয়ে ডিএফবি সভাপাতি বার্নাড নুয়েনডর্ফ বলেছেন, ‘ভক্তদের কাছে জাতীয় দলকে পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য নাগলসম্যানের নিশ্চয়তায় আমরা আশ্বস্ত হয়েছি। এর মাধ্যমে ইউরোতেও আমরা সাফল্যের ব্যপারে আশাবাদী।’

এ মাসের শুরুতে উল্ফসবার্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলের পরাজয়ে ফ্লিকের বিদায় নিশ্চিত হয়ে যায়। বায়ার্নেও ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন নাগলসম্যান। মার্চে জার্মান চ্যাম্পিয়নরা তাকে ছাঁটাই করার পর থেকে চাকরিবিহীণ ছিলেন।
ডিএফবি স্পোর্টিং পরিচালক রুডি ফয়লার বলেছেন নাগলসম্যান একজন আপাদমস্তক ফুটবল বিশেষজ্ঞ। তরুণ বয়সেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার মত সব ধরনের যোগ্যতার প্রমাণ সে দিয়েছে।

ডর্টমুন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের প্রীতি ম্যাচটিতে ফয়লার ডাগ আউটে অস্থায়ী দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার আগেই তিনি জানিয়েছিলেন স্থায়ীভাবে দায়িত্ব নেবার কোন ইচ্ছাই তার নেই। নাগলসম্যান জানিয়েছেন ফ্রান্সের বিরুদ্ধে জয় ২০২৪ ইউরোর যাত্রা শুরুর নতুন পথ করে দিয়েছে।

জাতীয় দলে নাগলসম্যানের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বেঞ্জামিন গ্লুয়েক ও সান্দ্রো ওয়াগনার।

নিউজটি শেয়ার করুন

জার্মানির নতুন কোচ নিয়োগ পেয়েছেন নাগলসম্যান

আপডেট সময় : ০৬:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্বাগতিক জার্মান ফুটবল দলেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগলসম্যান। বহিষ্কৃত হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছেন নাগলসম্যান।

জাতীয় দলের হতাশাজনক পারফরমেন্সের কারনেই ফ্লিককে ছাঁটাই করা হয়েছে। বড় টুর্নামেন্টে আরো একবার অস্বস্তিকর পারফরেমেন্সের আশঙ্কা করছিল জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি)। সে কারনেই আগামী বছর ঘরের মাঠে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীকে লক্ষ্য করে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়।

বায়ার্ন মিউনিখের সাবেক বস নাগলসম্যান আগামী বছর জুলাই পর্যন্ত জার্মানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরো ২০২৪’এর পর ইচ্ছা করলে ৩৬ বছর বয়সী নাগলসম্যান জার্মানী ছেড়ে চলে যেতে পারেন।

এ সম্পর্কে নাগলসম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের দেশে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে। এটা অবশ্যই বিশেষ এক মুহূর্ত। এই চ্যালেঞ্জ নেবার জন্য আমি মুখিয়ে ছিলাম।’

নাগলসম্যান আরও জানিয়েছেন তিনি শুধুমাত্র ইউরোর উপর গুরুত্ব দিতে স্বল্প মেয়াদী চুক্তি করেছেন। কিন্তু চুক্তি নবায়নের বিষয়েও নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন এই জার্মান কোচ।

নাগলসম্যানকে একজন অসাধারন কোচ আখ্যা দিয়ে ডিএফবি সভাপাতি বার্নাড নুয়েনডর্ফ বলেছেন, ‘ভক্তদের কাছে জাতীয় দলকে পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য নাগলসম্যানের নিশ্চয়তায় আমরা আশ্বস্ত হয়েছি। এর মাধ্যমে ইউরোতেও আমরা সাফল্যের ব্যপারে আশাবাদী।’

এ মাসের শুরুতে উল্ফসবার্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলের পরাজয়ে ফ্লিকের বিদায় নিশ্চিত হয়ে যায়। বায়ার্নেও ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন নাগলসম্যান। মার্চে জার্মান চ্যাম্পিয়নরা তাকে ছাঁটাই করার পর থেকে চাকরিবিহীণ ছিলেন।
ডিএফবি স্পোর্টিং পরিচালক রুডি ফয়লার বলেছেন নাগলসম্যান একজন আপাদমস্তক ফুটবল বিশেষজ্ঞ। তরুণ বয়সেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার মত সব ধরনের যোগ্যতার প্রমাণ সে দিয়েছে।

ডর্টমুন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের প্রীতি ম্যাচটিতে ফয়লার ডাগ আউটে অস্থায়ী দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার আগেই তিনি জানিয়েছিলেন স্থায়ীভাবে দায়িত্ব নেবার কোন ইচ্ছাই তার নেই। নাগলসম্যান জানিয়েছেন ফ্রান্সের বিরুদ্ধে জয় ২০২৪ ইউরোর যাত্রা শুরুর নতুন পথ করে দিয়েছে।

জাতীয় দলে নাগলসম্যানের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বেঞ্জামিন গ্লুয়েক ও সান্দ্রো ওয়াগনার।