ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভিসা নীতিতে পুলিশের উপর প্রভাব পড়বে না: পুলিশের ডিসি মিডিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই লাখ সদস্যের বাহিনীর ক’জন সদস্যই বা নিজে আমেরিকা যান ও তাদের পরিবারের সদস্যদের পাঠান। তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মো. ফারুক হোসেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি‌। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে।

ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লাখ পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক আমেরিকায় যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতিতে পুলিশ বাহিনীর কাজের উপরে কোনো প্রভাব পড়বে না।

এছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে, এতেও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে।

ভিসা নীতির মধ্যে নির্বাচনে দ্বায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।

অবাধ সুষ্ঠু নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে ডিএমপির মুখপাত্র বলেন, আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী নির্বাচনে পুলিশ যে দায়িত্ব পালন করবে সেটা আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।

নিউজটি শেয়ার করুন

ভিসা নীতিতে পুলিশের উপর প্রভাব পড়বে না: পুলিশের ডিসি মিডিয়া

আপডেট সময় : ১০:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

দুই লাখ সদস্যের বাহিনীর ক’জন সদস্যই বা নিজে আমেরিকা যান ও তাদের পরিবারের সদস্যদের পাঠান। তাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ (ডিসি) মো. ফারুক হোসেন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি‌। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে।

ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লাখ পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক আমেরিকায় যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতিতে পুলিশ বাহিনীর কাজের উপরে কোনো প্রভাব পড়বে না।

এছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে, এতেও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে।

ভিসা নীতির মধ্যে নির্বাচনে দ্বায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।

অবাধ সুষ্ঠু নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির সম্পর্কে ডিএমপির মুখপাত্র বলেন, আমরা তো আইনের মধ্য থেকেই কাজ করি। আগামী নির্বাচনে পুলিশ যে দায়িত্ব পালন করবে সেটা আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনীর লোকজনও থাকবে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনে যে দায়িত্ব পালন করতে আমাদের বলবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সেই ক্ষেত্রে আমরা মনে করি না যে ভিসা নীতি দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে।