ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শ্বাশুড়ির ভূমিকায় দিলারা জামান

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সিনেমায় যুক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। সরকারি অনুদানে নির্মিতব্য ‘ভোর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ এই চলচ্চিত্র পরিচালনা করছেন আমিনুর রহমান খান। চিত্রনাট্য করেছেন দোবজ্যোতি ভক্ত।

গাইবান্ধার বিভিন্ন লোকেশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এতে শ্বাশুড়ির ভূমিকায় রয়েছেন দিলারা জামান। অন্য একটি চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। জানা যায়, এর আগে এই দুই অভিনেত্রী একসঙ্গে বহু নাটকে অভিনয় করলেও এবারই প্রথমবার সিনেপর্দায় দেখা যাবে তাঁদের। প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের ‘সাত নম্বর বাড়ি’ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এবার চুক্তিবদ্ধ হলেন একই সিনেমায়।

সিনেমাটি প্রসঙ্গে দিলারা জামান বললেন, ‘‌‘‘ভোর’ সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই সঙ্গে আমার চরিত্রটিও। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই হচ্ছে। আর ফরজানা ছবি তো আমার এলাকার মেয়ে। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমাকে পরম আবেগ দিয়ে মা-মা বলেই ডাকে। মনটা ভরে যায় এদের ভালোবাসায়। আরও বহু বছর বাঁচার সাধ জাগে।’’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতেও অভিনয় করেছেন দিলারা জামান। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় তাঁকে দেখা যাবে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

শ্বাশুড়ির ভূমিকায় দিলারা জামান

আপডেট সময় : ০৬:২৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নতুন সিনেমায় যুক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। সরকারি অনুদানে নির্মিতব্য ‘ভোর’ সিনেমায় অভিনয় করছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ এই চলচ্চিত্র পরিচালনা করছেন আমিনুর রহমান খান। চিত্রনাট্য করেছেন দোবজ্যোতি ভক্ত।

গাইবান্ধার বিভিন্ন লোকেশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এতে শ্বাশুড়ির ভূমিকায় রয়েছেন দিলারা জামান। অন্য একটি চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। জানা যায়, এর আগে এই দুই অভিনেত্রী একসঙ্গে বহু নাটকে অভিনয় করলেও এবারই প্রথমবার সিনেপর্দায় দেখা যাবে তাঁদের। প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের ‘সাত নম্বর বাড়ি’ নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এবার চুক্তিবদ্ধ হলেন একই সিনেমায়।

সিনেমাটি প্রসঙ্গে দিলারা জামান বললেন, ‘‌‘‘ভোর’ সিনেমার গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই সঙ্গে আমার চরিত্রটিও। কাজ তো কেবল শুরু হলো, বেশ ভালোভাবেই হচ্ছে। আর ফরজানা ছবি তো আমার এলাকার মেয়ে। খুব লক্ষ্মী একটা মেয়ে। আমাকে পরম আবেগ দিয়ে মা-মা বলেই ডাকে। মনটা ভরে যায় এদের ভালোবাসায়। আরও বহু বছর বাঁচার সাধ জাগে।’’

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতেও অভিনয় করেছেন দিলারা জামান। মুক্তি প্রতীক্ষিত এ সিনেমায় তাঁকে দেখা যাবে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে।