ঢাকায় আসছেন মার্কিন দূত রেনা বিটার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন তিনি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রেনা বিটার দূতাবাস ও কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম বিষয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে দেশ দুটির পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার সফরে বাংলাদেশের কর্মরত মার্কিন নাগরিকদের যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি গুরুত্ব পাবে।