০৫:১৯ পূর্বাহ্ন, রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিস্থিতির দায় সরকারের: ফখরুল

বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার ব্যবস্থা না করলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা দাবিতে সোমবার রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বারবার বলছেন, দ্রুত তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতে হবে।’

‘তাই বেঁধে দেয়া ৪৮ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, নয়তো যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য রোববার সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন মির্জা ফখরুল।

এদিকে সোমবার আইন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তিতে থাকায় চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আগের তার শর্তসাপেক্ষ মুক্তি বাতিল করতে হবে।

সরকার খালেদা জিয়াকে কেন চিকিৎসার সুযোগ দিচ্ছে না- এ প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া কারাগারে থাকার সময় ভুল চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলেই তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। তিনি তো রাজনীতি করতে সুযোগ নয়, সুচিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন। সুচিকিৎসার ব্যবস্থা না করলে কোনো অঘটন ঘটলে পালাবার পথ পাবেন না।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘কিছু ঘটলে কারো নির্দেশনার অপেক্ষায় না থেকে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান। গণতান্ত্রিক পন্থায় ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে।’

ধোলাইখালের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতা টিকে থাকতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন, সাতশো জনকে গুম এবং লক্ষাধিক মামলা দিয়েছে।

‘সামনের দিনের আন্দোলন ও নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতে সাঁজা দিয়ে কারাগারে রাখা হচ্ছে।’

ফখরুল বলেন, অতীতে দুটি নির্বাচনে তামাশা করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। সকল আটঘাট বেঁধে সরকার আবারও কারচুপির নির্বাচনের পাঁয়তারা করছে। আন্তর্জাতিক পর্যায় থেকে সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিলেও তা ঢাকা দিতে দেশে বিদেশে মিথ্যাচার করা হচ্ছে।

জনমত উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতে চায়।

তিনি বলেন, এই সরকারকে জনগণ আর দেখতে চায় না। আমেরিকার ভিসা নীতি পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ সবকিছু নির্ভর করছে সাধারণ মানুষ ও বিএনপির ওপর।

আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গ থেকে তরঙ্গ সৃষ্টি করে সরকারকে সরাতে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সোজা কথায় কাজ না হলে ফয়সালা হবে রাজপথে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার পর ভয়ে ডায়রিয়ার চাপে বাজারে স্যালাইন সংকট। সরকারের মন্ত্রী-এমপি, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ব্যক্তির কারণে এই নিষেধাজ্ঞা।

বাংলাদেশের সম্মানহানি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মন্তব্য করে তিনি বলেন।

খালেদা জিয়াকে মুক্তি না দিলে পরিস্থিতির দায় সরকারের: ফখরুল

আপডেট : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বেঁধে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার ব্যবস্থা না করলে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক দফা দাবিতে সোমবার রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ডাক্তাররা বারবার বলছেন, দ্রুত তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে পাঠাতে হবে।’

‘তাই বেঁধে দেয়া ৪৮ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন, নয়তো যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।’

খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য রোববার সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন মির্জা ফখরুল।

এদিকে সোমবার আইন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে মুক্তিতে থাকায় চিকিৎসার জন্য বিদেশ নিতে হলে আগের তার শর্তসাপেক্ষ মুক্তি বাতিল করতে হবে।

সরকার খালেদা জিয়াকে কেন চিকিৎসার সুযোগ দিচ্ছে না- এ প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া কারাগারে থাকার সময় ভুল চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভয় পায় বলেই তিনি সুচিকিৎসা পাচ্ছেন না। তিনি তো রাজনীতি করতে সুযোগ নয়, সুচিকিৎসার জন্য বিদেশে যেতে চাচ্ছেন। সুচিকিৎসার ব্যবস্থা না করলে কোনো অঘটন ঘটলে পালাবার পথ পাবেন না।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘কিছু ঘটলে কারো নির্দেশনার অপেক্ষায় না থেকে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান। গণতান্ত্রিক পন্থায় ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে।’

ধোলাইখালের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ক্ষমতা টিকে থাকতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে খুন, সাতশো জনকে গুম এবং লক্ষাধিক মামলা দিয়েছে।

‘সামনের দিনের আন্দোলন ও নির্বাচন থেকে নেতাদের দূরে রাখতে সাঁজা দিয়ে কারাগারে রাখা হচ্ছে।’

ফখরুল বলেন, অতীতে দুটি নির্বাচনে তামাশা করে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ। সকল আটঘাট বেঁধে সরকার আবারও কারচুপির নির্বাচনের পাঁয়তারা করছে। আন্তর্জাতিক পর্যায় থেকে সুষ্ঠু নির্বাচনের তাগাদা দিলেও তা ঢাকা দিতে দেশে বিদেশে মিথ্যাচার করা হচ্ছে।

জনমত উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখতে চায়।

তিনি বলেন, এই সরকারকে জনগণ আর দেখতে চায় না। আমেরিকার ভিসা নীতি পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আজ সবকিছু নির্ভর করছে সাধারণ মানুষ ও বিএনপির ওপর।

আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গ থেকে তরঙ্গ সৃষ্টি করে সরকারকে সরাতে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘সোজা কথায় কাজ না হলে ফয়সালা হবে রাজপথে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার পর ভয়ে ডায়রিয়ার চাপে বাজারে স্যালাইন সংকট। সরকারের মন্ত্রী-এমপি, আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ব্যক্তির কারণে এই নিষেধাজ্ঞা।

বাংলাদেশের সম্মানহানি যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মন্তব্য করে তিনি বলেন।