ভিসা নীতি নিয়ে পুলিশ ভাবমূর্তি সংকটে পড়বে না: আইজিপি
- আপডেট সময় : ১০:৩৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
আমেরিকার ভিসা নীতি নিয়ে পুলিশ কোনো ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল মামুন।
তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ‘পর্যটন নিরাপত্তায় ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ভাবনা’ শীর্ষক সেমিনার শেষে আজ সোমবার সকালে এ কথা বলেন আইজিপি।
পুলিশ মহাপরিদর্শক বলেন, ভোটের সময় নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করা হবে। আর নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাবে পুলিশ।
গত মে মাসে বাংলাদেশে জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এরপর শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্য রয়েছেন।
এদিকে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, আইন পরিপন্থী কাজ যে করছে, তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। এক্ষেত্রে পুলিশকেও ছাড় দেওয়া হচ্ছে না।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ে নিহত মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের হত্যাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন আইজিপি।