০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমে প্রথম হার রিয়াল মাদ্রিদের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৯ দেখেছেন

মৌসুমে প্রথম হার দেখলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্লাঙ্কোদের ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

রোববার সিভিটাস মেট্রোপোলিটানোয় অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে আতলেতিকোর কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র চার মিনিটেই স্কোরশিটে নাম তোলে তারা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে ভেসে আসা বলটিকে বুলেটের গতিতে হেড করে লক্ষ্যভেদ করেন আলভারো মোরাতা।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো মাদ্রিদ। এবার সাউল নিগুয়েজের ক্রস থেকে আসা বলে হেড করেন ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান।

বিরতির আগে টনি ক্রুজের গোলে একটি গোল শোধ করে আনচেলত্তির দল। বক্সের একেবারে কোনা থেকে দুর্দান্ত এক শটে আতলেতিকোর জালে বল জড়ান টনি।

তবে বিরতি থেকে ফিরে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় আতলেতিকো। এরপর আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের। এবারও হেড থেকে গোল করেন আলভারো মোরাতা। ম্যাচের ৪৬ মিনিটে সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে ভেসে আসা বলটিকে মাথা ছুঁইয়ে সোজা পাঠিয়ে দেন রিয়ালের জালে।

মৌসুমে প্রথম হার রিয়াল মাদ্রিদের

আপডেট : ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

মৌসুমে প্রথম হার দেখলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্লাঙ্কোদের ৩-১ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

রোববার সিভিটাস মেট্রোপোলিটানোয় অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে আতলেতিকোর কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকে স্বাগতিকরা। মাত্র চার মিনিটেই স্কোরশিটে নাম তোলে তারা। স্যামুয়েল লিনোর ক্রস থেকে ভেসে আসা বলটিকে বুলেটের গতিতে হেড করে লক্ষ্যভেদ করেন আলভারো মোরাতা।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আতলেতিকো মাদ্রিদ। এবার সাউল নিগুয়েজের ক্রস থেকে আসা বলে হেড করেন ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান।

বিরতির আগে টনি ক্রুজের গোলে একটি গোল শোধ করে আনচেলত্তির দল। বক্সের একেবারে কোনা থেকে দুর্দান্ত এক শটে আতলেতিকোর জালে বল জড়ান টনি।

তবে বিরতি থেকে ফিরে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় আতলেতিকো। এরপর আর ম্যাচে ফেরা হয়নি রিয়ালের। এবারও হেড থেকে গোল করেন আলভারো মোরাতা। ম্যাচের ৪৬ মিনিটে সাউল নিগুয়েজের আরও একটি ক্রস থেকে ভেসে আসা বলটিকে মাথা ছুঁইয়ে সোজা পাঠিয়ে দেন রিয়ালের জালে।