চার মাসের অপেক্ষার অবসান শেষে গাটবন্ধন সম্পন্ন! বিবাহ সম্পূর্ন রাগনীতির। চার হাত এক হয়ে গেল বলিউড তারকা পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টি সাংসদ রাঘব চাড্ডার। পরিবার এবং পরিজনকে সঙ্গে নিয়েই শুভ কাজ সারলেন তাঁরা।
বিয়ের আসর বসেছে উদয়পুরে। সেখানে কড়া নিরাপত্তা। ফোনে আটকানো স্টিকার। একবিন্দু নড়চড় করার জায়গা নেই। সেখানে উপস্থিত রয়েছেন পরিণীতির কাছের মানুষের অনেকেই। সানিয়া মির্জা থেকে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং বেশ কিছু কাছের বন্ধু। অন্যদিকে, বলিউডের বাইরে উপস্থিত রয়েছেন রাঘবের রাজনৈতিক পর্শোদরা। গিয়েছেন আদিত্য ঠাকরে, গিয়েছেন কেজরিওয়াল।
বিয়ের অনুষ্ঠানে পরিণীতি ও রাঘবের পরনে ছিলো বলিউডের জনপ্রিয় ডিজাইনার মাণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। সন্ধ্যাবেলায় ‘কাবীরা’ গানে বিদায় হল নববধূ পরিণীতির। উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তার পরে গায়েহলুদ, সঙ্গীত ও মেহেদী অনুষ্ঠান হয়েছে। রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ। সঙ্গীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতে ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টার। আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট।
রাজনীতিক পাত্রের তরফে বরযাত্রী দলে শামিল হয়েছিলেন আরবিন্দ কেজরিওয়ালা, ভাগবান্ত সিং মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতিকদের ভিড়ে বলিউডের তরফে উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মাণীশ মালহোত্রা। প্রিয় বন্ধু পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। লেক প্যালেস থেকে নৌকায় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব। বিয়ের পরে সন্ধে সাড়ে আটটা নাগাদ তাজ লীলা প্যালেসে নবদম্পতির রিসেপশন পার্টি।
বিয়ের ছবি প্রকাশ্যে না এলেও, তাঁদের রিসেপশনের ছবি ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। পরনে গোলাপি রঙের শাড়ি, হাল্কা সাজ-সিঁদুরে নতুন বউ পরীকে দিব্যি লাগছে। অন্যদিকে, কালো সুট পরেছেন রাঘব।