১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নেপালের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে চায় চীন

চীন সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে চীনা প্রেসিডেন্ট নেপালের সঙ্গে নানা বিষয়ে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, ‘চীন উন্নয়ন কৌশল নিয়ে নেপালের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি নেপালের সমর্থনের প্রশংসা করি আমরা।’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের প্রশংসা করে শি আরও বলেন, ‘আপনি তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আর এটিই আপনার প্রথম চীন সফর। আশা করি আপনার এ সফর ফলপ্রসু হবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

চীনা প্রেসিডেন্ট বলেন, নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। তাই আমরা নেপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী।

কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের সফরে গত শুক্রবার চীনে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এ সফর করছেন। চীনে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্প কমল দহল যোগ দেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘চীনের ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে নেপালে সঙ্গে বেইজিংয়ের চমৎকার, বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। একই সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এ সময় তিনি চীনের কৃষি ও শিল্প অগ্রগতি পর্যবেক্ষণ করতে চংকিং পৌরসভায় যাবেন। এ ছাড়া তিব্বতের লাসা শহরেও যাবেন তিনি।

নেপালের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে চায় চীন

আপডেট : ০৭:২১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

চীন সফরে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে চীনা প্রেসিডেন্ট নেপালের সঙ্গে নানা বিষয়ে দ্বিপক্ষীয় অংশীদারত্ব বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমাণ্ডু পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

বৈঠকে শি জিনপিং বলেন, ‘চীন উন্নয়ন কৌশল নিয়ে নেপালের সঙ্গে কাজ করতে আগ্রহী। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি নেপালের সমর্থনের প্রশংসা করি আমরা।’

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের প্রশংসা করে শি আরও বলেন, ‘আপনি তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আর এটিই আপনার প্রথম চীন সফর। আশা করি আপনার এ সফর ফলপ্রসু হবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

চীনা প্রেসিডেন্ট বলেন, নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। তাই আমরা নেপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে অংশীদারত্ব বাড়াতে আগ্রহী।

কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহের সফরে গত শুক্রবার চীনে পৌঁছেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এ সফর করছেন। চীনে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পুষ্প কমল দহল যোগ দেবেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘চীনের ঘনিষ্ঠ প্রতিবেশি হিসেবে নেপালে সঙ্গে বেইজিংয়ের চমৎকার, বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। একই সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এ সময় তিনি চীনের কৃষি ও শিল্প অগ্রগতি পর্যবেক্ষণ করতে চংকিং পৌরসভায় যাবেন। এ ছাড়া তিব্বতের লাসা শহরেও যাবেন তিনি।