১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজির চিন্তা এমবাপ্পেকে নিয়ে

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৭ দেখেছেন

নিসের বিপক্ষে আগের ম্যাচেই পিএসজি হেরেছিল ৩-২ গোলে। সে হিসেবে ৪-০ গোলে পাওয়া জয়টা যথেষ্ট স্বস্তির, তার ওপর প্রতিপক্ষ যদি মার্শেইয়ের মতো ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী হয়। কিন্তু মার্শেইকে চার গোলে হারানোর পরও ঠিক স্বস্তি পাচ্ছে না প্যারিসের ক্লাবটা। কারণ আর কিছুই নয়, কিলিয়ান এমবাপ্পে!

না, আবারও ক্লাব ছাড়ার জন্য উতলা হয়ে ওঠেননি এই ফরোয়ার্ড। রেয়াল মাদ্রিদও তাঁকে দলে নেওয়ার ব্যাপারে স্পষ্ট করে এমন কিছু বলে ওঠেনি। সমস্যা হয়েছে মাঠের ভেতরের এক ঘটনায়। চোটে পড়েছেন এই ফরাসি তারকা। ম্যাচের শুরুতেই মার্শেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দির এক ট্যাকলে চোট পান এমবাপ্পে। এরপর তাঁর যে খেলতে কষ্ট হচ্ছিল, সেটা বোঝা গেছে। পিএসজির কোচ লুইস এনরিকে অযথা ঝুঁকি নিতে চাননি, ৩২ মিনিটেই উঠিয়ে নিয়েছেন এই ফরাসি তারকাকে।

তাতে অবশ্য পিএসজির জিততে সমস্যা হয়নি। এমবাপ্পে উঠে যাওয়ার আগেই এক গোলে এগিয়ে যাওয়া দলটা পরে আরও তিনটি গোল দিয়েছে। আট মিনিটে রাইটব্যাক আশরাফ হাকিমির গোলে এগিয়ে যাওয়া পিএসজির হয়ে ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন এই মৌসুমেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে পিএসজিতে নাম লেখানো ফরাসি স্ট্রাইকার রানদাল কোলো-মুয়ানি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এমবাপ্পের বদলে মাঠে নামা পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস।

কিছুদিন পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে নামবে পিএসজি, যারা গতকাল গোল-উৎসব করেছে শেফিল্ড ইউনাইটেডের মাঠে, জিতেছে ৮-০ গোলে। সে ম্যাচে এমবাপ্পে আদৌ খেলতে পারবেন কি না, সংশয় দেখা দিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

পিএসজির চিন্তা এমবাপ্পেকে নিয়ে

আপডেট : ০৭:০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

নিসের বিপক্ষে আগের ম্যাচেই পিএসজি হেরেছিল ৩-২ গোলে। সে হিসেবে ৪-০ গোলে পাওয়া জয়টা যথেষ্ট স্বস্তির, তার ওপর প্রতিপক্ষ যদি মার্শেইয়ের মতো ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী হয়। কিন্তু মার্শেইকে চার গোলে হারানোর পরও ঠিক স্বস্তি পাচ্ছে না প্যারিসের ক্লাবটা। কারণ আর কিছুই নয়, কিলিয়ান এমবাপ্পে!

না, আবারও ক্লাব ছাড়ার জন্য উতলা হয়ে ওঠেননি এই ফরোয়ার্ড। রেয়াল মাদ্রিদও তাঁকে দলে নেওয়ার ব্যাপারে স্পষ্ট করে এমন কিছু বলে ওঠেনি। সমস্যা হয়েছে মাঠের ভেতরের এক ঘটনায়। চোটে পড়েছেন এই ফরাসি তারকা। ম্যাচের শুরুতেই মার্শেইয়ের আর্জেন্টাইন ডিফেন্ডার লিওনার্দো বালের্দির এক ট্যাকলে চোট পান এমবাপ্পে। এরপর তাঁর যে খেলতে কষ্ট হচ্ছিল, সেটা বোঝা গেছে। পিএসজির কোচ লুইস এনরিকে অযথা ঝুঁকি নিতে চাননি, ৩২ মিনিটেই উঠিয়ে নিয়েছেন এই ফরাসি তারকাকে।

তাতে অবশ্য পিএসজির জিততে সমস্যা হয়নি। এমবাপ্পে উঠে যাওয়ার আগেই এক গোলে এগিয়ে যাওয়া দলটা পরে আরও তিনটি গোল দিয়েছে। আট মিনিটে রাইটব্যাক আশরাফ হাকিমির গোলে এগিয়ে যাওয়া পিএসজির হয়ে ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন এই মৌসুমেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে পিএসজিতে নাম লেখানো ফরাসি স্ট্রাইকার রানদাল কোলো-মুয়ানি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন এমবাপ্পের বদলে মাঠে নামা পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস।

কিছুদিন পর নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে নামবে পিএসজি, যারা গতকাল গোল-উৎসব করেছে শেফিল্ড ইউনাইটেডের মাঠে, জিতেছে ৮-০ গোলে। সে ম্যাচে এমবাপ্পে আদৌ খেলতে পারবেন কি না, সংশয় দেখা দিয়েছে।