১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে উড়ন্ত ফর্মে ভারত

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৬ দেখেছেন

দেশের মাটিতে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্ম তুলে ধরছে ভারত। রবিবার রাতে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৯৯ রানের বিশাল ইনিংস করে বৃষ্টি আইনে ৯৯ রানের জয় তুলে নেয় লোকেশ রাহুলরা। তিন ম্যাচের সিরিজটাও নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের কাছে হারটাই হয়তো বদলে দিয়েছে ভারতকে। কেননা এরপরই আসরের ফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে ৫০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয়োৎসব করে রোহিত শর্মারা।

এখন দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই দুর্দান্ত সামর্থ্যের সাক্ষর রাখছে লোকেশ রাহুলের দল। শুক্রবার মোহালিতে অজিদের ২৭৬ রানে অলআউট করে পাঁচ উইকেটের জয়ে সিরিজ শুরু করা দলটি রবিবার ইন্দোরে দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী ফর্ম নিয়ে হাজির হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের পাহাড় গড়ে ভারত। গিল ১০৪ ও শ্রেয়াস ১০৫ করে ফেরার পর রাহুল ৫২ ও সূর্যকুমার যাদব অপরাজিত ৭২ রান করেন।

বৃষ্টির কারণে সফরকারী দলের নতুন টার্গেট হয় ৩৩ ওভারে ৩১৭ রান। রবিচন্দ্র অশ্বিন ও রবিন্দ্র জাদেজার স্পিনের সঙ্গে প্রসিধ কৃষ্ণার পেস আক্রমণে ২৯তম ওভারে ২১৭-তে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৫৩ করেন। অশ্বিন ও জাদেজা তিনটি করে, কৃষ্ণা দু’টি উইকেট পান।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

বিশ্বকাপের আগে উড়ন্ত ফর্মে ভারত

আপডেট : ০৭:০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

দেশের মাটিতে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্ম তুলে ধরছে ভারত। রবিবার রাতে ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৯৯ রানের বিশাল ইনিংস করে বৃষ্টি আইনে ৯৯ রানের জয় তুলে নেয় লোকেশ রাহুলরা। তিন ম্যাচের সিরিজটাও নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের কাছে হারটাই হয়তো বদলে দিয়েছে ভারতকে। কেননা এরপরই আসরের ফাইনালে স্বাগতিক শ্রীলংকাকে ৫০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয়োৎসব করে রোহিত শর্মারা।

এখন দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই দুর্দান্ত সামর্থ্যের সাক্ষর রাখছে লোকেশ রাহুলের দল। শুক্রবার মোহালিতে অজিদের ২৭৬ রানে অলআউট করে পাঁচ উইকেটের জয়ে সিরিজ শুরু করা দলটি রবিবার ইন্দোরে দ্বিতীয় ম্যাচে আরও বিধ্বংসী ফর্ম নিয়ে হাজির হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের পাহাড় গড়ে ভারত। গিল ১০৪ ও শ্রেয়াস ১০৫ করে ফেরার পর রাহুল ৫২ ও সূর্যকুমার যাদব অপরাজিত ৭২ রান করেন।

বৃষ্টির কারণে সফরকারী দলের নতুন টার্গেট হয় ৩৩ ওভারে ৩১৭ রান। রবিচন্দ্র অশ্বিন ও রবিন্দ্র জাদেজার স্পিনের সঙ্গে প্রসিধ কৃষ্ণার পেস আক্রমণে ২৯তম ওভারে ২১৭-তে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৫৩ করেন। অশ্বিন ও জাদেজা তিনটি করে, কৃষ্ণা দু’টি উইকেট পান।