মঞ্চ ভাঙচুর, আমিনবাজারের বিএনপির কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ০৭:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৬ বার পড়া হয়েছে
বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে সমাবেশ ছিল বিএনপির। দুপুরে অনুষ্ঠিতব্য ওই সমাবেশের জন্য নির্মিত মঞ্চ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। আমিনবাজারে চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন সমাবেশের জন্য মঞ্চ তৈরি হয়েছিল। মঞ্চ ভেঙে ফেলায় সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
সোমবার (২৫ সেমেপ্টম্বর) সকালে মঞ্চ ভাংচুরের পর সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় বিএনপি। আগামীকাল মঙ্গলবার একইস্থানে সমাবেশের ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায়।
এদিকে সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নিপুণ রায়। তিনি জানান, সাভার থানার ওসি রাতে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।
রাজধানীর অপর প্রবেশমুখ যাত্রাবাড়ীর ধোলাইখালে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।