মার্কিন ভিসা নীতিতে ভীত নই: বিদায়ী প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০৪:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৪০ বার পড়া হয়েছে
মার্কিন ভিসা নীতির প্রয়োগে ভীত নন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সোমবার বিকেলে সুপ্রিমকোর্টে নিজের শেষ কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিদায়ী প্রধান বিচারপতি বলেন, ‘রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, কারও অনুকম্পায় নয়। মার্কিন ভিসা পলিসিতে ভীত নই। আমি কখনো ইউএসএ যাইনি, যাবনা কখনো।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার থেকে একাধিক বাংলাদেশির ওপর নতুন ভিসা নীতি প্রয়োগ শুরু করে আমেরিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় যারা পড়েছেন, তাঁদের মধ্যে আছেন সরকার ও বিরোধী দলীয় রাজনীতিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত করার দায়ে এঁদের ওপর ভিসা নিষেধাজ্ঞা থাকবে।
অভিযুক্ত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা ভিসা পাবেন না বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, এঁদের কেউ আমেরিকা প্রবেশ করতে পারবেন না। এমন আরও কাউকে পাওয়া গেলে তাঁদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বাংলাদেশ সরকারের সাবেক সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর।