রাজবাড়ীর বিচ্ছিন্ন চরাঞ্চলে নেই চিকিৎসা ব্যবস্থা
- আপডেট সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের বিচ্ছিন্ন চর এলাকা বেতকা ও রাখালগাছিতে নেই, কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা। কেউ অসুস্থ হলে পদ্মা পাড়ি দিয়ে ছুটতে হয় জেলা-উপজেলা শহরে। সব থেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় গর্ভবতী নারীদের। এসব চরে কমিউনিটি ক্লিনিক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দূর্গম চর বেতকা ও রাখালগাছি। মূল ভূখন্ড থেকে এই চরকে বিচ্ছিন্ন করেছে উত্তাল পদ্মা। এই চরে প্রায় ৬ হাজার মানুষের বসবাস। সড়ক যোগাযোগ না থাকায় অসুস্থদের চিকিৎসার জন্য নৌকায় পাড়ি দিতে হয় দীর্ঘপথ ।
নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়া ইঞ্জিন চালিত ট্রলারে তাদের যাতায়াত করতে হয় জেলা বা উপজেলা শহরে। সবথেকে বেশী ভোগান্তিতে পড়তে হয় গর্ভবতী মায়েদের। তাদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়ার মত ব্যবস্থাটুকুও নেই এই চরে। ফলে প্রতিনিয়ত ঘটছে মৃত্যু ঘটনাও ।
গোয়ালন্দ উপজেলায় কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য বরাদ্দ পেলে, দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।