বিএনপি নেতা দুলু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

- আপডেট সময় : ০৫:০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৯৪ বার পড়া হয়েছে

নাটোরে হত্যা ও বিস্ফোরক সহ ৪ মামলায় হাজির না হওয়ায় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই আদেশ দেন।
নাটোর জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান বলেন, ‘রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি একাধিক মামলার আসামি। তাঁদের মামলাগুলো আদালতে চলমান। কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তাঁরা দীর্ঘ দিন ধরেই আদালতে হাজির না হয়ে সময় প্রার্থনা করে আসছেন। আজ তাঁদের দুইজনের হত্যা, বিস্ফোরক সহ ৪টি মামলায় আদালতে হাজিরার দিন নির্ধারণ করা ছিল। কিন্তু তাঁরা আজও অসুস্থ্যতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন।’
আরিফুর রহমান জানান, এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সময় প্রার্থনার বিরোধিতা করলে বিচারক তাঁদের দুইজনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন জানান, তাঁর মক্কেল রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ দিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। দেশে এবং বিদেশে বিভিন্ন সময় তিনি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবুল হোসেনের বলেন, ‘এ সময় দুলুর স্ত্রী হাসপাতালে স্বামীর সেবা করছেন। আমরা তার চিকিৎসার সকল কাগজ পত্র সহ চিকিৎসকের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে সময়ের প্রার্থনা জানাই। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’