নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে ঢাকার কেরাণীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘আমাদের একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেননি। আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামানো যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা পরোয়া করি, আমাদের সংবিধান।’
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার থেকে একাধিক বাংলাদেশির ওপর নতুন ভিসা নীতি প্রয়োগ শুরু করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় যারা পড়েছেন, তাঁদের মধ্যে আছেন সরকার ও বিরোধী দলীয় রাজনীতিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন বাধাগ্রস্ত করার দায়ে এঁদের ওপর ভিসা নিষেধাজ্ঞা থাকবে।
অভিযুক্ত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা ভিসা পাবেন না বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, এঁদের কেউ আমেরিকা প্রবেশ করতে পারবেন না। এমন আরও কাউকে পাওয়া গেলে তাঁদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বাংলাদেশ সরকারের সাবেক সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর।
আমেরিকার এমন সিদ্ধান্ত রাজনীতি ও অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে আলোচনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশিদের সাহায্য নিয়ে ক্ষমতায় যেতে বিএনপি নেতাদের স্বপ্ন বেলুনের মতো চুপসে যাবে। কোনো অবস্থাতেই বিএনপিকে ছাড় দেয়া হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন কাদের।