ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণ শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে প্রধান বিচারপতি যা লিখেছেন-
বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অনেক বীর রয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু উচ্চতায় ছিলেন তাদের সবার উপরে। অন্যরা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছেন কিন্তু বঙ্গবন্ধুর বীরত্বগাঁথা সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। বিশ্বে প্রতিষ্ঠা করেছেন বাঙালি জাতির একমাত্র জাতি রাষ্ট্র বাংলাদেশ। সারা দুনিয়ার শোষিত বঞ্চিত মানুষের প্রিয় মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একদিকে যেমন বিশ্বের সমগ্র বাঙালি জনগোষ্ঠির প্রাণের নেতা, অন্যদিকে শোষিত বঞ্চিত মানুষের নেতা, বিশ্ব মানবতার নেতা। আজ আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেছি। এই সংবিধান যাঁর হাত ধরে এসেছে সেই নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তার প্রতি জানাই আমার অন্তরের অতল গহিন থেকে শ্রদ্ধা।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক