ডলারের অগ্রিম বুকিং দিতে পারবেন আমদানিকারকরা
- আপডেট সময় : ০৫:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
অগ্রিম ডলার বুকিং নিয়ে রবিবার জারি করা সার্কুলারের বিষয়টি স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়েছে কেবল মাত্রা দেশি আমদানিকারকরাই তিন মাসের জন্য অগ্রিম ডলার বুকিং দিতে পারবেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এই নির্দেশনা দেয়।
নতুন নির্দেশনা অনুযায়ী কেবল দেশের আমদানিকারকরা সর্বোচ্চ ৩ মাসের জন্য ডলারের অগ্রিম বুকিং দিতে পারবেন। এ ক্ষেত্রে তিন মাসের জন্য ডলারের ভবিষ্যৎ দাম নির্ধারণ করবে ব্যাংকগুলো। ডলারের বর্তমান দাম ১১০ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে তিন মাসের জন্য বুকিংয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম স্মার্ট সুদহার ৫ শতাংশ হিসাবে পড়বে ১১৩ টাকা ৮৫ পয়সা। আর কোনো আমদানিকারক যদি তিন মাসের কম সময়ের জন্য ডলার বুকিং দেন, সে ক্ষেত্রে আনুপাতিক হারে ডলারের দাম নির্ধারণ হবে।
মঙ্গলাবার বাংলাদেশ ব্যাংক সকল ডিলার ও অ্যাজেন্টদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেনাসহ এক প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করেছে।
জানা গেছে, গত রবিবার বাংলাদেশ ব্যাংক ডলারের ভবিষ্যৎ দাম (ফরওয়ার্ড রেট) নির্ধারণে সার্কুলার জারি করে। তাতে বেঁধে দেওয়া হয় ডলারের দামের সর্বোচ্চ হার। সেই নিয়মে এক বছর পর ব্যাংক ডলারের দাম বর্তমানের চেয়ে স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, গত জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭ দশমিক ১৪ শতাংশ, যা চলতি সেপ্টেম্বরেও অপরিবর্তিত রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাস থেকে পণ্য বা সেবা খাতের রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ডলার কেনায় দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। আর আমদানিকারকদের জন্য ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা।