যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক পেল ইউক্রেন
- আপডেট সময় : ০৭:৩০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের দেওয়া আব্রামস ট্যাংকের প্রথম চালান নিজেদের হাতে পেয়েছে ইউক্রেন সেনাবাহিনী। সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।
রুশ বাহিনীর দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে গত জুলাইয়ের শুরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ। এর আগে পশ্চিমা দেশগুলো এ হামলার জন্য ইউক্রেনের বেশ কয়েক ব্যাটালিয়ন সেনাকে প্রশিক্ষণ দেয়। পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুত কিছু অস্ত্রও হাতে পায় কিয়েভ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের কাছ থেকে সুখবর পাওয়া গেছে। ইতিমধ্যেই ইউক্রেনে পৌঁছে গেছে আব্রামস ট্যাংক। আমাদের সেনা ব্রিগেডগুলোর সক্ষমতা বাড়াতে সেগুলোকে প্রস্তুত করা হচ্ছে।’
তবে প্রথম চালানে কতগুলো আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি জেলেনস্কি। আর এসব ট্যাংক সম্মুখযুদ্ধক্ষেত্রে মোতায়েন করতে কত সময় লাগতে পারে, সে বিষয়েও কিছু বলেননি তিনি।