২৫তম জন্মদিনে গুগলের বিশেষ ডুডল
- আপডেট সময় : ০৭:১৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৪ বার পড়া হয়েছে
সার্চ জায়ান্ট গুগলের ২৫তম জন্মদিন আজ বুধবার (২৭ সেপ্টেম্বর)। বিশেষ ডুডলে দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটি৷ গুগল প্রতিষ্ঠিত হয়েছিল ৪ সেপ্টেম্বর, কিন্তু এক দশকেরও বেশি সময় ধরে কোম্পানিটি ২৭ সেপ্টেম্বর তার জন্মদিন উদযাপন করে আসছে।
তাই এ বিশেষ উপলক্ষ উদযাপনে দেওয়া ডুডলে একটি জিআইএফ আসে, যাতে ‘Google’ লেখাটি পরিবর্তিত হয়ে আসে ‘G25gle’এ। প্রযুক্তি সংস্থাটি বলেছে, তারা এই দিনটিকে নিজেদের ‘প্রতিফলিত করার সময়’ হিসেবে নিয়েছে এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে।
গুগল তাদের ব্লগে লিখেছে, ‘আজকের ডুডল গুগলের ২৫তম বছর উদযাপন করছে। আজকের এই সময়ে গুগল যেখানে, আমরা সেখান থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন স্মৃতিচারণা করা যাক, ২৫ বছর আগে আমাদের কীভাবে জন্ম হয়েছে।’
পিএইচডির শিক্ষার্থী সের্গেই ব্রিন ও ল্যারি পেজ গুগল প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ এর দশকের শেষের দিকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে তাদের সাক্ষাৎ হয়েছিল। তারা দুজনই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে আরও ব্যবহারযোগ্য করে তুলতে একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তারা একটি ভালো সার্চ ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরি করতে তাদের বাসা থেকেই অক্লান্ত পরিশ্রম শুরু করেন৷ এরপর তারা কিছুটা অগ্রগতি লাভ করলে কাজের সুবিধার্থে একটি গ্যারেজ ভাড়া করেন, যা ছিল গুগলের প্রথম অফিস। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ব্লগ পোস্টে কোম্পানি জোর বলেছে, ‘১৯৯৮ সাল থেকে এটির অনেক পরিবর্তন হয়েছে। তবে, বিশ্বের তথ্য সংগঠিত করতে এবং এটি সর্বজনীনভাবে ব্যবহারযোগ্য ও উপকারী করে তুলতে তাদের মিশন একই রয়ে গেছে।’
ব্লগে গুগল যোগ করেছে, ‘গত ২৫ বছরে আমাদের সঙ্গে বিকশিত হওয়ার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায়, তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি।’
গুগলের ২৫তম জন্মদিন উপলক্ষে গত মাসে একটি নোট লিখেছিলেন সিইও সুন্দর পিচাই। তিনি কোম্পানির যাত্রা, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমিকা এবং এর ভবিষ্যৎ নিয়ে তুলে ধরেন। গুগলের সাফল্যে অংশ নেওয়ার জন্য তিনি ব্যবহারকারী, কর্মকর্তা-কর্মচারী এবং অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উদ্ভাবনের ক্রমাগত চ্যালেঞ্জ এবং সাবেক ও বর্তমান গুগলারদের অবদানের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওই নোটে সুন্দর পিচাই উদ্ভাবন ও অভিযোজনের গুরুত্বও তুলে ধরেন। তিনি স্বীকার করেন, যাকে একসময় অসাধারণ প্রযুক্তি হিসেবে দেখা হতো, প্রতিনিয়ত প্রচেষ্টায় তা একসময় সাধারণ হয়ে ওঠে।