এসএ পরিবহন থেকে ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ
- আপডেট সময় : ০৭:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের গাড়িতে করে ভারত থেকে আনা বিপুল পরিমাণ শাড়ি পাচারের সময় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টাস্কফোর্স। গতকাল মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
টাস্কফোর্সের নেতৃত্বদানকারী বিজয়নগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ‘বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার অবকাশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহনের গাড়িকে আটক করে। ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা এসব মালামাল সিলেটের আদালত কর্তৃক নিলামকৃত বলে দাবি করেন। প্রমাণ হিসেবে তারা এসএ পরিবহনের কিছু কাগজপত্র দেখান। পরে রাতে টাস্কফোর্সের সদস্যরা এসব কাগজপত্র যাচাই-বাছাই করে জানতে পারেন যে, গাড়িতে বোঝাইকৃত মালামাল নিলামে কেনা নয়। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিলামের মালামাল প্রমাণের কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে রাখা ৬১ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করেন।
তিনি আরও বলেন, আটককৃত শাড়ির মূল্য ২ কোটি ১৯ লাখ ৬৬ হাজার টাকা।