টি-টোয়েন্টিতে এমন তাণ্ডব দেখেনি ক্রিকেট বিশ্ব। তবে ক্রিকেটের কোনো পরাশক্তি নয়, চীনের হাংঝুতে টি-টোয়েন্টির রেকর্ডবইয়ে তোলপাড় করেছে নেপাল। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে মঙ্গোলিয়াকে পেয়ে আজ রীতিমতো ছেলেখেলা করেছে তারা। একই ম্যাচে দ্রুততম ফিফটি, দ্রুততম সেঞ্চুরি, টি-টোয়েন্টিতে প্রথম ৩০০ ছাড়ানো স্কোর - সব করেছে নেপাল, কোনো রেকর্ডই বাদ রাখেনি।
অবশ্য কুশল ভুরতেল আর আসিফ শেখের ওপেনিং জুটি দেখে মনে হয়নি ২০ ওভারে এমন তাণ্ডব চালাবে নেপাল। দলীয় ৬৬ রানে দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, ৭.২ ওভার শেষ ততক্ষণে। কিন্তু বাকি ১২.৪ ওভারেই সিক্স-এ-সাইড ক্রিকেটের স্বাদ এনেছেন কুশল মাল্লা, অধিনায়ক রোহিত পাউদেল ও দীপেন্দ্র সিং আইরি।
রেকর্ড বইয়ে তোলপাড় মূলত করেছেন কুশল আর দীপেন্দ্র। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করেছেন কুশল, ৩৪ বলে সেঞ্চুরি করার পথে খেলেছেন ৫০ বলে ১৩৭ রানের ইনিংস। চার মেরেছেন ৮টি, ছক্কা ১২টা। কুশলকে শুরুতে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন রোহিত, ২৭ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬১ রান তাঁর।
তবে দীপেন্দ্র যা করেছেন, তার সামনে রোহিত আর কুশলের মারও 'স্বাভাবিক' বলে মনে হবে। খেলেছেন মেরেকেটে দশটা বল, যার আটটাতেই মেরেছেন ছক্কা। বাকি দুই বলে দুই রান করে নিয়ে ১০ বলে ৫২ করেছেন, মাত্র নয় বলে ছুঁয়েছেন ফিফটি। হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হলেও এটাই সত্যি!
কুশল, রোহিত, দীপেন্দ্র'র ঝড়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ ছুঁয়েছে নেপাল, করেছে ৩১৪। ওই ইনিংসের পরই মঙ্গোলিয়া মূলত হেরে গিয়েছিল, তাদের ব্যাটিংয়ের পর হারের ব্যবধানটাই স্পষ্ট হয়েছে শুধু। পরে ৪১ রানে অলআউট হয়েছে মঙ্গোলিয়া। হেরেছে ২৭৩ রানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। টি-টোয়েন্টিতে হারের ব্যবধানের দিক দিয়েও এটা বিশ্বরেকর্ড!