০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাংলাদেশের নতুন টিম ম্যানেজার রাবিদ ইমাম

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৬ দেখেছেন

নানা নাটকীয়তার পর বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। তার আগেই জানা যায়, তামিম ইকবালের বাদ পড়ার খবর। একই দিনে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক নাফিস ইকবালকেও। এতদিন টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাফিস ইকবালকে টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাবিদ ইমাম। পাশাপাশি মিডিয়া ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন রাবিদ ইমাম।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো নাফিসকে? এ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই অপসারণ করা হয়েছে তাকে। আবার শোনা যাচ্ছে, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাদ তিনি! বাংলাদেশের টিম ম্যানেজার থাকছেন না জানার পর নাফিস ইকবাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ চলাকালে দল ছেড়ে চলে যান।

বিশ্বকাপে বাংলাদেশের নতুন টিম ম্যানেজার রাবিদ ইমাম

আপডেট : ০৭:৩৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

নানা নাটকীয়তার পর বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। তার আগেই জানা যায়, তামিম ইকবালের বাদ পড়ার খবর। একই দিনে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক নাফিস ইকবালকেও। এতদিন টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নাফিস ইকবালকে টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাবিদ ইমাম। পাশাপাশি মিডিয়া ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন রাবিদ ইমাম।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো নাফিসকে? এ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, ক্রিকেটারদের অভিযোগের প্রেক্ষিতেই অপসারণ করা হয়েছে তাকে। আবার শোনা যাচ্ছে, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাদ তিনি! বাংলাদেশের টিম ম্যানেজার থাকছেন না জানার পর নাফিস ইকবাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ চলাকালে দল ছেড়ে চলে যান।