ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভিসানীতিতে আমলা ও আ.লীগ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের দেশে ভোটাধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষের জন্য কিছুই করেনি তারা। এখন মানুষের জীবন ছাড়া সবকিছুরই দাম বেশি বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দমন নিপীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

ভিসানীতি কার্যকর শুরুর পর থেকে সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদের ঘুম হারাম হয়ে গেছে, সমাবেশে এমনটাই দাবি করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে জুলুমবাজ, দুর্নীতিবাজ উল্লেখ করে মান্না আরও বলেন, লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্তর্জাতিক মহল সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। ভিসানীতির কার্যকর শুরু হওয়ায় তারা এখন দিশেহারা। পাহারা দিয়েও দুর্নীতিবাজ, লুটপাটকারীদের রক্ষা করতে পারবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মানুষকে ধোঁকা দেয়ার ষড়যন্ত্র আর করতে পারবেন না। বিচারপতি শামসুদ্দিন মানিকের মত বাংলাদেশের সবখানে সরকার দলীয়করণ করে আবারও ক্ষমতা আসতে চায়। সাকী আরও বলেন, দালাল লুটপাটকারী ও দেশ বিক্রিকারীদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ভিসানীতিতে আমলা ও আ.লীগ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে: গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের দেশে ভোটাধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষের জন্য কিছুই করেনি তারা। এখন মানুষের জীবন ছাড়া সবকিছুরই দাম বেশি বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দমন নিপীড়ন, গ্রেফতার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

ভিসানীতি কার্যকর শুরুর পর থেকে সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদের ঘুম হারাম হয়ে গেছে, সমাবেশে এমনটাই দাবি করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে জুলুমবাজ, দুর্নীতিবাজ উল্লেখ করে মান্না আরও বলেন, লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্তর্জাতিক মহল সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। ভিসানীতির কার্যকর শুরু হওয়ায় তারা এখন দিশেহারা। পাহারা দিয়েও দুর্নীতিবাজ, লুটপাটকারীদের রক্ষা করতে পারবে না বলেও হুশিয়ারি দেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মানুষকে ধোঁকা দেয়ার ষড়যন্ত্র আর করতে পারবেন না। বিচারপতি শামসুদ্দিন মানিকের মত বাংলাদেশের সবখানে সরকার দলীয়করণ করে আবারও ক্ষমতা আসতে চায়। সাকী আরও বলেন, দালাল লুটপাটকারী ও দেশ বিক্রিকারীদের সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে।