সেপ্টেম্বরে ১৭ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া
- আপডেট সময় : ০২:৩৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধে কিয়েভের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি দাবি করেছেন, সেপ্টেম্বরে ইউক্রেনের ১৭ হাজার সেনা নিহত হয়েছে। এ সময়ে কিয়েভ ২ হাজার ৭০০ সামরিক সরঞ্জাম হারিয়েছে বলেও জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তাসের প্রতিবেদনে শোইগুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘চলতি মাসে ১৭ হাজারেরও বেশি লোক, দুই হাজার ৭০০ ইউনিটের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে, যার মধ্যে সাতটি মার্কিন ব্র্যাডলি পদাতিক যুদ্ধযান, ৭৭টি মার্কিন এম৭৭৭ আর্টিলারি সিস্টেম, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ৫১টি স্ব-চালিত আর্টিলারি ইউনিট, দুটি জার্মান লেপার্ড ট্যাংক এবং একটি ইংলিশ চ্যালেঞ্জার ট্যাংক রয়েছে।’
রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, যুদ্ধে পাল্টা হামলায় বড় কোন সাফল্য অর্জনে ব্যর্থ হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।
শোইগুর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনের ৮৩ হাজার সেনা নিহত হয়েছে। এছাড়া ১০ হাজার ৩০০ সামরিক সরঞ্জাম হারিয়েছে কিয়েভ।
যদিও নিজেদের সেনা নিহত বা সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানায়নি ইউক্রেন। এদিকে, রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ‘আমরা জানি রাশিয়ার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কী ধরনের পদক্ষেপ জোরদার করা উচিৎ। শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। যতদিন রাশিয়া আগ্রাসন চালাবে, ততদিন আমরাই আরও কঠোর পদক্ষেপ নিব এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে।’
এদিকে, ইউক্রেনের পক্ষ থেকে হত্যার দাবি করা হলেও, এক কমান্ডারের ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। প্রকাশিত ভিডিওতে ভাইস-অ্যাডমিরাল ভিক্টর সো কোল ভেকে ভার্চুয়াল কনফারেন্সে দেখা গেছে। তবে, তাঁকে কথা বলতে দেখা যায়নি। ভিডিওটি কবে ধারণ করা তা নিয়ে সংশয় থাকলেও রাশিয়ার দাবি মঙ্গলবারের বৈঠকের ভিডিও এটি।
এছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ভারী সামরিক সরঞ্জাম সরবরাহ করে বিশ্বকে বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাংক দেওয়া প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও জঘন্য সংঘাত ঘটাবে বলেও অভিযোগ করেন মেদভেদেভ।