১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন টাইগাররা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০২:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৮৩ দেখেছেন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে ভারতে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি ভারতের গৌহাটিতে গেলেন টাইগাররা। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে কোন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেনি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে বলেই আশাবাদী টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

ভারতে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে খেলতে বুধবার সে দেশের গৌহাটি নগরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে সেখানে শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বিশ্বকাপ দলে থাকা ১৫ খেলোয়াড়কে বহনকারী বাংলাদেশ বিমানর বিশষে ফ্লাইট।

প্রতিবার বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন থাকলেও এবার বিসিবি সেটা করেনি। বিমানবন্দরে কোন খেলোয়াড় গণমাধ্যমের সাথে কথা বলেনি। তবে সেখানে ফটোসেশানে অংশ নেন।

হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং অন্য কোচিং স্টাফরা একসাথে বিমানবন্দরে প্রবেশ করেন। আর খেলোয়াড়রা আলাদা আলাদা ভাবে আসেন।

গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে অনেকটা নিরবেই বিশ্বকাপ খেলতে যান অধিনায়ক সাকিব আল হাসান।

প্রায় দুই মাসের সফরে টাইগাররা বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলবে। বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

৭ই অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন টাইগাররা

আপডেট : ০২:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে ভারতে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে সরাসরি ভারতের গৌহাটিতে গেলেন টাইগাররা। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে কোন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করেনি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবে বলেই আশাবাদী টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।

ভারতে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে খেলতে বুধবার সে দেশের গৌহাটি নগরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে সেখানে শ্রীলঙ্কা ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বিশ্বকাপ দলে থাকা ১৫ খেলোয়াড়কে বহনকারী বাংলাদেশ বিমানর বিশষে ফ্লাইট।

প্রতিবার বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাওয়ার আগে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন থাকলেও এবার বিসিবি সেটা করেনি। বিমানবন্দরে কোন খেলোয়াড় গণমাধ্যমের সাথে কথা বলেনি। তবে সেখানে ফটোসেশানে অংশ নেন।

হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং অন্য কোচিং স্টাফরা একসাথে বিমানবন্দরে প্রবেশ করেন। আর খেলোয়াড়রা আলাদা আলাদা ভাবে আসেন।

গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে অনেকটা নিরবেই বিশ্বকাপ খেলতে যান অধিনায়ক সাকিব আল হাসান।

প্রায় দুই মাসের সফরে টাইগাররা বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলবে। বাংলাদেশ ভালো কিছু করবে বলে প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

৭ই অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।