ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত

নোয়াখালী সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেঘনা নদীতে মাছ ধরার জায়গা দখল করাকে কেন্দ্র জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।

গতকাল বুধবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সনদ্বীপ অংশে গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের রাতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ঘটনাস্থল থেকে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যু কেফায়তে বাহিনী।

নিহতরা হলো, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নাছির আহমদের ছেলে আব্দুর রহমান (৪০) ও একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদ ইসমাইল (৪২)। অপহৃত জেলেরা হলেন, রাজু (১৩), জুয়েল (২৬), আব্দুর রহমান (২২), হোসেন (৪০), ইসমাইল (৪০)।

স্থানীয়রা জানান, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দীপ অংশে দীর্ঘ দিন থেকে মাছ শিকার করে আসছে। কিছুদিন ধরে মাছ শিকারের এই জায়গা দখলের চেষ্টা চালায় জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার বিকেলে কেফায়েত বাহিনী ওই খেপ দখলের চেষ্টা করে। একপর্যায়ে জলদস্যুরা ট্রলারে হামলা চালায়। একপর্যায়ে জলদস্যুরা গুলি ছুড়লে ২ জেলে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত

আপডেট সময় : ১১:০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মেঘনা নদীতে মাছ ধরার জায়গা দখল করাকে কেন্দ্র জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।

গতকাল বুধবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সনদ্বীপ অংশে গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের রাতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ঘটনাস্থল থেকে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যু কেফায়তে বাহিনী।

নিহতরা হলো, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নাছির আহমদের ছেলে আব্দুর রহমান (৪০) ও একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদ ইসমাইল (৪২)। অপহৃত জেলেরা হলেন, রাজু (১৩), জুয়েল (২৬), আব্দুর রহমান (২২), হোসেন (৪০), ইসমাইল (৪০)।

স্থানীয়রা জানান, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দীপ অংশে দীর্ঘ দিন থেকে মাছ শিকার করে আসছে। কিছুদিন ধরে মাছ শিকারের এই জায়গা দখলের চেষ্টা চালায় জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার বিকেলে কেফায়েত বাহিনী ওই খেপ দখলের চেষ্টা করে। একপর্যায়ে জলদস্যুরা ট্রলারে হামলা চালায়। একপর্যায়ে জলদস্যুরা গুলি ছুড়লে ২ জেলে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।