০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন বাংলাদেশকে সাফ জেতানো কোচ জর্জ কোটান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৭২ দেখেছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান আর নেই। গত ২৫ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন হাঙ্গেরিয়ান এই কোচ।

২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন কোটান। তাঁর অধীনে ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ দল। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়চক্র ও ঢাকা আবাহনীর কোচের ভূমিকাতে দেখা গেছে তাঁকে।

তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম। আজ এক ফেসবুক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন রাশেদুল। হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে পাঠানো এক মেইলে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্চগি যে বহুদিন অসুস্থ থাকার পর গত ২৫ সেপ্টেম্বর চলে গেছেন জর্জ কোটান। আগামী ৬ অক্টোবর বুদাপেস্টের ওবুদাল সেমেটারিতে তাঁর শেষকৃত্য হবে।’

চলে গেলেন বাংলাদেশকে সাফ জেতানো কোচ জর্জ কোটান

আপডেট : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান আর নেই। গত ২৫ সেপ্টেম্বর ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন হাঙ্গেরিয়ান এই কোচ।

২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন কোটান। তাঁর অধীনে ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ দল। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়চক্র ও ঢাকা আবাহনীর কোচের ভূমিকাতে দেখা গেছে তাঁকে।

তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম। আজ এক ফেসবুক পোস্টে এই খবর নিশ্চিত করেছেন রাশেদুল। হাঙ্গেরি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে পাঠানো এক মেইলে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্চগি যে বহুদিন অসুস্থ থাকার পর গত ২৫ সেপ্টেম্বর চলে গেছেন জর্জ কোটান। আগামী ৬ অক্টোবর বুদাপেস্টের ওবুদাল সেমেটারিতে তাঁর শেষকৃত্য হবে।’