সেলফিতেও কাজ হচ্ছে না, এবার বিদায় নিতে হবে: আমীর খসরু
- আপডেট সময় : ০১:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৪ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেলফিতেও কাজ হচ্ছে না। দুর্নীতিবাজ, গণতন্ত্র হরণকারীকে এবার বিদায় হতে হবে। সোজা পথে এসে নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলীতে বিএনপির সমাবেশে এ সব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ বলেন, স্বাধীনতার পর সরকার পতনের এত বড় আন্দোলন হয়নি। ৩৬টি দল নিরেপক্ষ সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনে চুরির পথে হাত বাড়ালে এবার কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের দিকে এখন বিশ্ব নজর রাখছে। বেগম জিয়া বাইরে থাকলে স্বৈরচার ক্ষমতায় থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর দেশের ফেরার বিষয়ে আমীর খসরু বলেন, বিশ্বের সব নেতা জাতিসংঘের সম্মেলন শেষ করে দেশে ফিরলেও তিনি ফেরেননি। কোন কিছুতেই কাজ হবে না, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।