‘তামিমের সাথে অন্যায় করেছে বিসিবি’
- আপডেট সময় : ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
আসন্ন ভারত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ভাল করবে বলে আশাবাদী অধিনায়ক সাকিব আল হাসান। বৃহ¯পতিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামতে চান। এবার বাংলাদেশের দল গঠন ভালো হয়েছে বলেও মনে করেন তিনি। তবে ইনজুরির কারণে এবাদত হোসেনের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি বলে জানান সাকিব।
ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। তার আগেই বাংলাদেশ জাতীয় দলে অস্থিরতা। তামিম ইকবাল ইস্যুতে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে, সব ছাপিয়ে ১৫ জনের যে দল বিশ্বকাপ খেলবে, তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক সাকিব আল হাসান।
বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান প্রতিটা ম্যাচেই জয় পেতে চায় তার দল। এবার বিশ্বকাপে টাইগার স্কোয়াড ভালো হয়েছে উল্লেখ করে সমর্থকদের ভালো কিছু দেয়ার বিষয়ে আশাবাদ জানান তিনি।
ইনজুরির কারণে এবাদত হোসেনের দলে না থাকা বাংলাদেশ দলের জন্য বড় ক্ষতি বলেও জানান সাকিব।
আগামী ৫ই অক্টোবর উঠছে বিশ্বকাপ ক্রিকেটের পর্দা। তবে ৭ই অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন।