রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের খেরসন শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ বাহিনী খেরসন শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এ সময় আবাসিকের বাহিরে রাস্তায় রুশ বাহিনীর গোলা এসে পড়ে তিনজন নারী নিহত হয়।
এদিকে, পোল্যান্ডের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়ার মিত্র বেলারুশ, একটি পোলিশ হেলিকপ্টার সীমান্তের ৩০০ মিটার ভেতরে ঢুকে যাওয়ার অভিযোগ তুলেছে দেশটি। ইউক্রেন ইস্যুতে দু’দেশের মধ্যে উত্তেজনা চলা অবস্থায় নতুন করে ঘটলো এ ঘটনা।