ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফের যুদ্ধে ওয়াগনার, দায়িত্বে প্রিগোজিনের সহযোগী

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আন্দ্রেই ত্রোশেভ বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সহযোগী ছিলেন। এবার ইউক্রেন যুদ্ধে ক্রোশেভকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত আগস্টে বিমান দুর্ঘটনায় নিহত হন ইয়েভজেনি প্রিগোজিন। এর দুই মাস আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি ও তাঁর বাহিনী ওয়াগনার। যদিও পরে বিদ্রোহ তুলে নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে পুতিনের বৈঠকের মধ্য দিয়ে ওয়াগনার সংশ্লিষ্ট কয়েক শ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

এর আগে ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ওয়াগনারের সেনাদের যেন ইউক্রেন যুদ্ধে যুক্ত করা হয়।

পুতিন ত্রোশেভকে বলেন, ‘আপনাকে স্বেচ্ছাসেবক ইউনিটগুলো গঠনের তদারকির বিষয়ে কথা বলেছিলাম, যেগুলো বিশেষ সামরিক অভিযান চলা অঞ্চলে বিভিন্ন কাজ করতে পারে। আপনি বিষয়গুলো জানেন। সব সংকট কাটিয়ে যুদ্ধে যেতে হবে।’

এর পর আরআইএ নামক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

ফের যুদ্ধে ওয়াগনার, দায়িত্বে প্রিগোজিনের সহযোগী

আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আন্দ্রেই ত্রোশেভ বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সহযোগী ছিলেন। এবার ইউক্রেন যুদ্ধে ক্রোশেভকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত আগস্টে বিমান দুর্ঘটনায় নিহত হন ইয়েভজেনি প্রিগোজিন। এর দুই মাস আগে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তিনি ও তাঁর বাহিনী ওয়াগনার। যদিও পরে বিদ্রোহ তুলে নেওয়া হয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে পুতিনের বৈঠকের মধ্য দিয়ে ওয়াগনার সংশ্লিষ্ট কয়েক শ সেনাকে পুনরায় ইউক্রেনে মোতায়েন করা হয়েছে।

এর আগে ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ওয়াগনারের সেনাদের যেন ইউক্রেন যুদ্ধে যুক্ত করা হয়।

পুতিন ত্রোশেভকে বলেন, ‘আপনাকে স্বেচ্ছাসেবক ইউনিটগুলো গঠনের তদারকির বিষয়ে কথা বলেছিলাম, যেগুলো বিশেষ সামরিক অভিযান চলা অঞ্চলে বিভিন্ন কাজ করতে পারে। আপনি বিষয়গুলো জানেন। সব সংকট কাটিয়ে যুদ্ধে যেতে হবে।’

এর পর আরআইএ নামক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াগনারের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন।