০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আত্মহত্যার চেষ্টা ফরাসি মিডফিল্ডারের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০১:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৯ দেখেছেন

প্রথমত সুখবর – আত্মহত্যার চেষ্টা করা সেই ফুটবলার আলেক্সিস বেকা বেকা আপাতত নিরাপদ। তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে ফেরাতে পেরেছেন পুলিশ ও অগ্নিনিরাপত্তাকর্মীরা।

কিন্তু ফ্রান্সের শহর নিসে আজ সকাল থেকেই বড় খবর হয়ে উঠেছিল ফরাসি ক্লাব নিসের এই মিডফিল্ডারের আত্মহত্যার চেষ্টার খবর। প্রেমে ছ্যাঁকা খেয়ে আজ সকালে নিসের এ৮ মোটরওয়ের মাইনান ব্রিজের পাড়ে বসে পড়েছিলেন ২২ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।

নিসের সংবাদমাধ্যম বেএফএম নিস কোতে দা’জুর এবং আরেক সংবাদমাধ্যম ফ্রান্স ব্লু আজুর সকালেই জানায় – এক ফুটবলার ১০০ মিটার উঁচু ব্রিজটার একেবারে কিনারায় গিয়ে বসে আছেন, আত্মহত্যা করার কথা ভাবছেন। তখনো নাম জানা যায়নি ফুটবলারের। পরে নাম জানা যায় – আলেক্সিস বেকা বেকা। কারণও জানা যায় – প্রেমে ছ্যাঁকা।

খবর পেয়ে শহরের অগ্নিনিরাপত্তাকর্মীরা ছুটে যান অকুস্থলে। পুলিশও। তাঁর ক্লাব ওজিসি নিস পাঠায় এক মনোবিদকে, যাতে বেকা বেকাকে বুঝিয়ে-সুঝিয়ে ফেরানো যায়। সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানায়, নিসে তাঁর সতীর্থরা যোগাযোগ করেন বেকা বেকার সাবেক প্রেমিকার সঙ্গে, তিনিও ছোটেন ঘটনাস্থলের দিকে। এদিকে আগামী রোববার লিগে ব্রেস্তের বিপক্ষে ম্যাচ ঘিরে আজ সকাল থেকে নিসের যত ‘মিডিয়া ডিউটি’ ছিল, সেসব স্থগিত করা হয়।

শেষ পর্যন্ত সব চেষ্টায় সাফল্য আসে স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেকা বেকাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরানো সম্ভব হয়, তিনি ব্রিজের কিনারা থেকে ফেরেন।

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কাঁ-র যুবদলে বেড়ে ওঠা বেকা বেকা গত মৌসুমে যোগ দেন নিসে। গত মৌসুমে মাঝেমধ্যে মাঠে নামার সুযোগ হয়েছে, তবে এই মৌসুমে এখনো মাঠেই নামা হয়নি বেকা বেকার।

এর মধ্যে হলো প্রেমিকার সঙ্গে ‘ব্রেক-আপ!’ বেচারার দিনকাল ভালোই যাচ্ছিল না!

শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা

আত্মহত্যার চেষ্টা ফরাসি মিডফিল্ডারের

আপডেট : ০১:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

প্রথমত সুখবর – আত্মহত্যার চেষ্টা করা সেই ফুটবলার আলেক্সিস বেকা বেকা আপাতত নিরাপদ। তাঁকে বুঝিয়ে-সুঝিয়ে ফেরাতে পেরেছেন পুলিশ ও অগ্নিনিরাপত্তাকর্মীরা।

কিন্তু ফ্রান্সের শহর নিসে আজ সকাল থেকেই বড় খবর হয়ে উঠেছিল ফরাসি ক্লাব নিসের এই মিডফিল্ডারের আত্মহত্যার চেষ্টার খবর। প্রেমে ছ্যাঁকা খেয়ে আজ সকালে নিসের এ৮ মোটরওয়ের মাইনান ব্রিজের পাড়ে বসে পড়েছিলেন ২২ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।

নিসের সংবাদমাধ্যম বেএফএম নিস কোতে দা’জুর এবং আরেক সংবাদমাধ্যম ফ্রান্স ব্লু আজুর সকালেই জানায় – এক ফুটবলার ১০০ মিটার উঁচু ব্রিজটার একেবারে কিনারায় গিয়ে বসে আছেন, আত্মহত্যা করার কথা ভাবছেন। তখনো নাম জানা যায়নি ফুটবলারের। পরে নাম জানা যায় – আলেক্সিস বেকা বেকা। কারণও জানা যায় – প্রেমে ছ্যাঁকা।

খবর পেয়ে শহরের অগ্নিনিরাপত্তাকর্মীরা ছুটে যান অকুস্থলে। পুলিশও। তাঁর ক্লাব ওজিসি নিস পাঠায় এক মনোবিদকে, যাতে বেকা বেকাকে বুঝিয়ে-সুঝিয়ে ফেরানো যায়। সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানায়, নিসে তাঁর সতীর্থরা যোগাযোগ করেন বেকা বেকার সাবেক প্রেমিকার সঙ্গে, তিনিও ছোটেন ঘটনাস্থলের দিকে। এদিকে আগামী রোববার লিগে ব্রেস্তের বিপক্ষে ম্যাচ ঘিরে আজ সকাল থেকে নিসের যত ‘মিডিয়া ডিউটি’ ছিল, সেসব স্থগিত করা হয়।

শেষ পর্যন্ত সব চেষ্টায় সাফল্য আসে স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেকা বেকাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরানো সম্ভব হয়, তিনি ব্রিজের কিনারা থেকে ফেরেন।

ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব কাঁ-র যুবদলে বেড়ে ওঠা বেকা বেকা গত মৌসুমে যোগ দেন নিসে। গত মৌসুমে মাঝেমধ্যে মাঠে নামার সুযোগ হয়েছে, তবে এই মৌসুমে এখনো মাঠেই নামা হয়নি বেকা বেকার।

এর মধ্যে হলো প্রেমিকার সঙ্গে ‘ব্রেক-আপ!’ বেচারার দিনকাল ভালোই যাচ্ছিল না!